ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশেষ দলের নয়, জাপা রক্ষার দায়িত্ব জনগণ ও নেতাকর্মীদের: চুন্নু 

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:৫৪, ২ সেপ্টেম্বর ২০২৫
বিশেষ দলের নয়, জাপা রক্ষার দায়িত্ব জনগণ ও নেতাকর্মীদের: চুন্নু 

মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি

জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বলেছেন, “জাতীয় পার্টি দীর্ঘ নয় বছর প্রয়াত পল্লীবন্ধু এরশাদের নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা করেছে। এদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির পেছনে রয়েছে জাতীয় পার্টির অনন্য অবদান। বর্তমান অন্তর্বর্তী  সরকার যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছে সে সংস্কার আজ থেকে ৪০ বছর আগে শুরু করেছিলেন প্রয়াত এরশাদ।”

তিনি বলেন,“জনগণের ভালোবাসায় জাতীয় পার্টির সমহিমায় উজ্জ্বল যেকোনো সংকটে সংগ্রামে এ দেশের জনগণ সব সময় জাতীয় পার্টির পাশে ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। তাই জাতীয় পার্টিকে রক্ষার জন্য কোনো বিশেষ দলের আনুকূল্য নয়, প্রয়োজন দেশের সাধারণ মানুষের সমর্থন ও এরশাদ প্রেমিক তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ।”

আরো পড়ুন:

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি আরো বলেন, “সোমবার একটি টেলিভিশন টকশোতে জনৈক শামীম হায়দার পাটোয়ারীর একটি বক্তব্য আমাদের দৃষ্টি গোচর হয়েছে।তিনি তার বক্তব্যে  জাতীয় পার্টিকে রক্ষার জন্য একটি দলের সাহায্যের কথা বলেছেন।এটি অত্যন্ত লজ্জাজনক ও হতাশাজনক। তার এ বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় পার্টির তৃণমূল নেতারা ব্যথিত এবং ক্ষুব্ধ হয়েছেন।বর্তমানে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির প্রাথমিক সদস্য ভোট অধিষ্ঠিত থাকলেও তিনি কোন পদে নেই। তাই জাতীয় পার্টি তার বক্তব্য প্রত্যাখ্যান করছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।”

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়