ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম নেই রিজভীর

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৫, ৩ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:১১, ৩ নভেম্বর ২০২৫
প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম নেই রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ (ফাইল ফটো)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণা করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ তালিকায় নাম নেই দলটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

আরো পড়ুন:

রুহুল কবির রিজভী আহমেদের পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম-২ আসনে তিনি বিএনপির মনোনয়ন পেতে পারেন বলে ওই এলাকায় জোর গুঞ্জন চলছিল। ঘোষিত তালিকা অনুযায়ী, কুড়িগ্রাম-২ আসনে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসনাইন কায়কোবাদ।

উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ‘বিপ্লবী ছাত্র ইউনিয়ন’ নামের একটি বামপন্থী ছাত্র সংগঠনের মাধ্যমে রাজীতিতে প্রবেশ করেন রুহুল কবির রিজভী। তিনি ওই সংগঠনের রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার পর তিনি এতে যোগ দেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন রুহুল কবির রিজভী। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হন রুহুল কবির রিজভী। 

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়