ঢাকা     রোববার   ০৯ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় আলোচিত প্রার্থী যারা

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৩ নভেম্বর ২০২৫  
ঢাকায় আলোচিত প্রার্থী যারা

গ্রাফিক: রাইজিংবিডি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

ঢাকায় ধানের শীষ নিয়ে যারা লড়বেন

ঢাকা-৮, মির্জা আব্বাস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা-৮ আসনের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

ঢাকা-৩, গয়েশ্বর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

ঢাকা-২, আমান
ঢাকা-২ আসনে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি ঢাকসুর ভিপি ছিলেন। এছাড়া সাবেক সংসদ সদস্য ছিলেন।

ঢাকা-১৪, সানজিদা তুলি
ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন ‘মায়ের ডাকে’র অন্যতম সমন্বয়ক সানজিদা তুলি। তার ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন গুম হওয়ার পর তিনি এই সংগঠন গড়ে তোলেন। গুম নিয়ে সোচ্চার ভূমিকায় দেশ-বিদেশে তিনি বেশ আলোচিত হন।

ঢাকা-৬, ইশরাক
ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।

ঢাকা-১৬, ফুটবলার আমিনুল
ঢাকা-১৬ থেকে ধানের শীষে লড়াই করবেন আমিনুল হক। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কৃতি গোলকিপার। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক। এবার আসন্ন নির্বাচনে এমপি পদে লড়াই করবেন তিনি।

ঢাকা-৫, নবী উল্লাহ নবী
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবী ধানের শীষ প্রতীকে লড়বেন।

ঢাকা-৪, তানভীর আহমেদ রবিন
ঢাকা-৪ আসনে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড এবং শ্যামপুর থানা নিয়ে গঠিত।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়