ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মিয়া গোলাম পরওয়ার

‘অনলাইনে গণভোটে ‘না’র পক্ষে প্রচার চালানো হ‌চ্ছে, জাতি তাদের প্রত্যাখান করবে’

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫৬, ১৬ নভেম্বর ২০২৫
‘অনলাইনে গণভোটে ‘না’র পক্ষে প্রচার চালানো হ‌চ্ছে, জাতি তাদের প্রত্যাখান করবে’

মিয়া গোলাম পরওয়ার

‘‘অনলাইনে একটি দলের কর্মীবাহিনী আগে থেকেই গণভোটে ‘না’র পক্ষে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে কারা সংস্কারের পক্ষে নেই, সংস্কারের বিরোধিতা করছে, জাতি তাদের চিনতে পারল। গোটা জাতি সংস্কারের পক্ষে। যারা এর বিপক্ষে যাবে, জাতি নিশ্চয়ই তাদের প্রত্যাখ্যান করবে।’’

রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। 

আরো পড়ুন:

দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্দোলনরত আট দল এই যৌথ সংবাদ সম্মেলন করে। এর আগে বেলা ১১টায় আল ফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। 

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘আট দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দল বিরোধিতা করেছে। তাই জাতিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সরকারও যেন আগে কী ছিল, নতুন করে কী কী সংস্কার হচ্ছে, সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে উন্মুক্ত করে, প্রচারপত্র বিলি করে, জাতীয় প্রচারমাধ্যমে প্রচার করে জনগণকে জানায়।’’

তিনজন উপদেষ্টা কারা, জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘তাদের বিষয়ে তথ্যপ্রমাণ আট দলের কাছে আছে। প্রয়োজন হলে সেগুলো সময়মতো সামনে আনা হবে। সরকার যেন এ বিষয়ে সজাগ থাকে। প্রধান উপদেষ্টা যেন নিরপেক্ষ ভূমিকা বজায় রাখেন।’’

আট দলের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘আট দলের লিয়াজো কমিটি আছে। শীর্ষ নেতাদের পক্ষ থেকে তাদের দায়িত্ব দেওয়া আছে। তারা আলোচনা করে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেবে। দলগুলোর সব দাবি পূরণ হয়নি। এ জন্য আন্দোলন চলমান।’’

আরেক প্রশ্নের জবাবে জামায়া‌তের সে‌ক্রেটা‌রি জেনা‌রেল বলেন, ‘‘আট দলের কর্মসূচির কারণে জাতীয় নির্বাচন প্রভাবিত হবে না। বরং এই আন্দোলনের কারণে সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণভোটে যাচ্ছে। এটা আন্দোলনেরই ফসল। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই এই আন্দোলন ভূমিকা রাখবে।’’

এ বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া জানতে চাইলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘‘উনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যা বলেছেন, আমাদের ৮ দলের একই কথা ওনার জন্য প্রযোজ্য। এটা ওনাকে অনুরোধ করছি।’

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম ও এহসানুল মাহবুব জুবায়ের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহারসহ আট দলের শীর্ষ নেতারা।

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়