খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল: তাসনিম জারা
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিকাল তবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তাসনিম জারা বলেন, “বেগম খালেদা জিয়া হাসপাতালে আছেন,নিবিড় পরিচর্যায় আছেন। তিনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। শারীরিক অবস্থা ক্রিটিকাল তবে ফাইট করছেন। উনি অ্যাডভান্স ট্রিটমেন্ট পাচ্ছেন।”
খালেদা জিয়া দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে সবসময় ফাইট করেছেন উল্লেখ করে তিনি বলেন, “আমরা দল মতের ঊর্ধ্বে উঠে উনার জন্য দোয়া করব।”
এর আগে সকাল ১০টা ১০ মিনিটের খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান এনসিপির একটি প্রতিনিধিদল। তারা খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এনসিপি প্রতিনিধি দলে তাসনিম জারা ছাড়াও ছিলেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।
ঢাকা/রায়হান/ইভা