ঢাকা     রোববার   ১৮ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই আন্দোলনে শহীদদের আত্মদানে জাতি মুক্তি পেয়েছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৮ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:১৫, ১৮ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে শহীদদের আত্মদানে জাতি মুক্তি পেয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মদানের মাধ্যমেই আজ জাতি ভয় ও আতঙ্কের শাসন থেকে মুক্তি পেয়েছে। শহীদদের এই অবদান কোনো প্রতিদানে শোধ করা সম্ভব নয়।

রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

রিজভী বলেন, “আপনাদের সন্তানকে হারানোর যে বেদনা, তা কোনো কথায় সান্ত্বনা দেওয়া যায় না। এই আত্মদান কোনো প্রতিদান দিয়ে শোধ করার বিষয় নয়। তবে বিএনপি ও আমাদের চেয়ারপারসন সবসময় আপনাদের পাশে রয়েছে- এটাই সবচেয়ে বড় কথা।”

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা উদ্ধৃত করে তিনি বলেন, “বলবীর চির উন্নত মম শির- আপনাদের সন্তানের মাথা চির উন্নত। তারা এই জাতির সর্বশ্রেষ্ঠ বীর।”

তিনি বলেন, “আন্দোলনের আগে সভা-সমাবেশে কথা বলতে গেলে সবসময় গ্রেপ্তার ও হামলার আতঙ্ক কাজ করত। আজ আমরা নির্ভয়ে বাইরে বের হয়ে কথা বলতে পারছি- এই স্বাধীনতার পেছনে আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের অবদান রয়েছে।”

আন্দোলনের সাহসিকতা তুলে ধরে রিজভী বলেন, “গুলি ও লাশের মাঝেও পানি চাইতে চাইতে এগিয়ে যাওয়া সেই তরুণদের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মৃত্যুর উপত্যকা পেরিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। তারাই মৃত্যুকে জয় করে গোটা জাতিকে মুক্তি এনে দিয়েছে।”

তিনি আরো বলেন, আন্দোলনের প্রতিটি ধাপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিবিড়ভাবে যুক্ত ছিলেন এবং লন্ডন থেকে আন্দোলনের প্রতি সমর্থন ও নির্দেশনা দিয়েছেন। “ফ্যাসিবাদী শাসনের প্রথম শিকার তারেক রহমান ও তার পরিবার- এটাই বাস্তব সত্য,” যোগ করেন তিনি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা/আলী/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়