ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্তন ক্যান্সারের এইসব লক্ষণ উপেক্ষা করবেন না

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১১:৪৩, ২০ জুলাই ২০২৫
স্তন ক্যান্সারের এইসব লক্ষণ উপেক্ষা করবেন না

ছবি: প্রতীকী

ক্যান্সারের অনেক উন্নত চিকিৎসা রয়েছে। তারপরেও এই রোগ এখনও মহা আতঙ্কের। বিভিন্ন ধরণের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকেন নারীরা। এই রোগ শরীরে বাসা বাঁধার সময় শরীরে বেশ কিছু ছোট ছোট পরিবর্তন আনে।

এক. স্তনে বা বগলের কাছে ও নিচে একটানা ব্যথা অনুভূত হতে থাকে। যে ব্যথা দীর্ঘ সময় ধরে থাকতে পারে। খেয়াল রাখা দরকার, কোনো আঘাত ছাড়াই স্তনে ব্যথা দীর্ঘস্থায়ী হচ্ছে কিনা। যদি হয় তাহলে চিকিৎসকের শরণাপন্ন হোন।

আরো পড়ুন:

দুই. স্তনে বা বগলের নিচে একটি ব্যথাহীন ছোট্ট পিণ্ড দেখা দিলে সতর্ক হোন।  ওই পিণ্ডটি শক্ত হতে পারে এবং সহজে নড়াচড়া নাও করতে পারে।

তিন. এই রোগে আক্রান্ত হলে স্তনের আকৃতিতে হঠাৎ পরিবর্তন দেখা দিতে পারে। কখনও কখনও একটি আবার কখনও দুটি স্তনেই এই পরিবর্তন দেখা দেয়। মোট কথা, একটি বা উভয় স্তনের আকার স্বাভাবিকের চেয়ে বড় বা আগের চেয়ে ছোট দেখতে লাগলে চিকিৎসকের শরাণাপন্ন হোন।

চার. স্তনের ত্বকে লালচে ভাব বা ফুসকুড়ি দেখা দিয়েছে কিনা, খেয়াল করুন। এই রোগে আক্রান্ত হলে হঠাৎ স্তনের ত্বক পুরু হয়ে যেতে পারে। এমনকি অনেক সময় ত্বকের রঙেরও পরিবর্তন ঘটে যেতে পারে। এই লক্ষণ দেখা গেলে সতর্ক হতে হবে।

পাঁচ. স্তন ক্যান্সারে আক্রান্ত হলে এর বৃন্তে অস্বাভাবিক পরিবর্তন দেখা যায়। যেমন- স্তনের বৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া (ইনভার্সন), বৃন্ত থেকে অস্বাভাবিক স্রাব(বিশেষ করে রক্তযুক্ত স্রাব) নির্গত হওয়া, বৃন্তের চারপাশে লালচে ভাব বা ঘা হওয়া। এগুলো স্তন ক্যান্সারের গুরুত্বপূর্ণ লক্ষণ।

শুনতে তাজ্জব মনে হলেও, স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন পুরুষেরাও। পুরুষদের স্তনে অল্প পরিমাণে হলেও স্তন টিস্যু থাকে। ফলে স্তন ক্যান্সারে ঝুঁকি থেকে যায় পুরুষদেরও। 
 
এই লক্ষণগুলো দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন। অনেক সময় ত্বকে ময়েশ্চারাইজারের অভাব দেখা দিলে স্তনে চুলকানি, ফুসকুড়ি দেখা দিতে পারে। এজন্য নিয়মিত ত্বক ময়েশ্চারাইজ রাখুন। প্রয়োজনে অ্যান্টিহিস্টামাইন ব্যবহার করুন।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়