ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাড়ির দামে এক কেজি মধু

এএম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩০, ৩ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাড়ির দামে এক কেজি মধু

মধু

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ৩ ফেব্রুয়ারি : তুরস্কের এলভিশ মধু প্রতি কেজি পাঁচ হাজার ইউরো দরে বিক্রি হচ্ছে। খনিজ উপাদানে সমৃদ্ধ পৃথিবীর সবচেয়ে দামি এ মধু সংগ্রহ হয় এক হাজার ৮০০ মিটার গভীর এক গুহা থেকে। এ খবর দিয়েছে ওডিটি সেন্ট্রাল নামে একটি অনলাইন।

তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় আর্তভিন সিটির সারিকায়ির উপত্যকায় খনিজ গুহায় পাওয়া এলভিশ মধু কোনো মৌচাকে সৃষ্টি নয়। স্থানীয় মৌয়াল গুনে গুন্দুজ ২০০৯ সালে কিছু মৌমাছির গুহায় ঢোকা দেখে মধু পাওয়ার আশায় পেশাদার পর্বতারোহীর সহায়তায় এক হাজার ৮০০ মিটার গভীর এক গুহায় নামেন। সেখানে গুহার দেয়ালে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্ট এ মধুর সন্ধান পান। গুন্দুজ ১৮ কেজি মধু সংগ্রহ করেন।

ফ্রান্সে এক বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে, এগুলো সাত বছরের পুরোনো ও খনিজ উপাদানে সমৃদ্ধ উঁচুমানের মধু। সে বছরই ফরাসি স্টক এক্সচেঞ্জে ৪৫ হাজার ইউরো মূল্যে বিক্রি হয় প্রথম এক কেজি মধু। পরের বছর চীনা ফার্মাসিস্টরা আরেক কেজি মধু কেনেন ২৮ হাজার ইউরোর বিনিময়ে।

এখন এ মধুর কেজি পাঁচ হাজার ইউরো দরে বিক্রি হচ্ছে ১৭০ গ্রাম ও ২৫০ গ্রামের শিশিতে। কিন্তু নকলবাজির কারণে বাজার নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন এই পেশাদার মৌয়াল। সংবাদপত্রটি আরো খবর দিয়েছে, যে দামে এক কেজি মধু কিনতে হয় সে দামে তুরস্কে একটি গাড়ি কেনা সম্ভব।

 

 

রাইজিংবিডি / এএম / আবু মো.

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়