ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

নির্বাচনে ১৮৯৬ প্রার্থীর মধ্যে নারী ১২৮ জন

মেসবাহ য়াযাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৮ ডিসেম্বর ২০২৩   আপডেট: ১৭:৪৭, ১৮ ডিসেম্বর ২০২৩
নির্বাচনে ১৮৯৬ প্রার্থীর মধ্যে নারী ১২৮ জন

নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছিল ৭৩১টি। আপিল করা হয়েছিল ৫৬০টি। আপিল মঞ্জুর হয়েছিল ২৮৬টি এবং নামঞ্জুর হয়েছিল ২৭৪টি। সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে ৫টি। প্রার্থিতা প্রত্যাহার শেষে বর্তমানে মোট বৈধ প্রার্থী ১ হাজার ৮৯৬ জন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ১২৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৯৯টি আসনে লড়বেন এসব নারী। এ সংখ্যা মোট প্রার্থীর ১৪.৮১ শতাংশ। নারী প্রার্থীদের মধ্যে ৮৩ জন নির্বাচনে অংশ নিতে যাওয়া ২৯টি রাজনৈতিক দলের মধ্যে ১৬টি দলের হয়ে লড়বেন। স্বতন্ত্র নারী প্রার্থী ৪৫ জন।

যদিও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ এর তৃতীয় সংশোধনী অনুসারে, রাজনৈতিক দলগুলোকে কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির পদে অন্তত ৩৩ শতাংশ নারী রাখার কথা। তবে, বাস্তবতা ভিন্ন। কোনো বড় রাজনৈতিক দল এই বাধ্যবাধকতা পালন করতে পারেনি বা করছে না। 

রাজনৈতিক দলগুলোকে কেন্দ্রীয় কমিটিসহ সব কমিটির পদে অন্তত ৩৩ শতাংশ নারী রাখার ব্যাপারে ২০২১ সালে নির্বাচন কমিশনের সময়সীসা ২০৩০ সাল পর্যন্ত বাধ্যবাধকতা নির্ধারণ করে দেওয়া হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩ জন নারী প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তারা হলেন—গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা, রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী, গাইবান্ধা-১ আফরুজা বারী, গাইবান্ধা-২ মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি, বগুড়া-১ সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ মোছা. জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ হাবিবুন নাহার, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-৪ শাম্মী আহমেদ, শেরপুর-২ মতিয়া চৌধুরী, ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম, কিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূর, মানিকগঞ্জ-২ মমতাজ বেগম, মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন, ঢাকা-৪ সানজিদা খানম, গাজীপুর-৩ রুমানা আলী, গাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি), গাজীপুর-৫ মেহের আফরোজ (চুমকি), কুমিল্লা-২ সেলিমা আহমাদ, চাঁদপুর-৩ ডা. দীপু মনি, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, কক্সবাজার-৪ শাহীন আক্তার।

আওয়ামী লীগের পর দ্বিতীয় সর্বোচ্চ নারী প্রার্থী জাতীয় পার্টির। ৩০০ আসনের মধ্যে ২৮৭টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন তারা। যার মধ্যে ৯ আসনে নারী প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। 

জাতীয় পার্টির নারী প্রার্থীদের তালিকা: ঠাকুরগাঁও-২ নুরুন্নাহার বেগম, ঝিনাইদহ-১ মনিকা আলম, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, নেত্রকোনা-২ রহিমা আক্তার আসমা সুলতানা, ঢাকা-১ অ্যাডভোকেট সালমা ইসলাম, ঢাকা-১৮ শেরীফা কাদের, কুমিল্লা-১০ জোনাকী মুন্সি এবং কক্সবাজার-১ খোসনে আরা।

এর পর আছে বাংলাদেশ কংগ্রেস এবং এনপিপি। দুটি দলই ৮ জন করে নারীকে মনোনয়ন দিয়েছে। তৃণমূল বিএনপি প্রার্থী করেছে ৭ জন নারীকে।

বাংলাদেশ সুপ্রিম পার্টি বিভিন্ন নির্বাচনী এলাকায় ৬ জন নারী এবং একজন ট্রান্সজেন্ডার প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। একমাত্র ট্রান্সজেন্ডার প্রার্থী ঊর্মি লড়বেন গাজীপুর-৫ থেকে।

ইসলামী দলগুলোর মধ্যে-বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ মুসলিম লীগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বাংলাদেশ মুসলিম লীগ (পাঞ্জা) এবারের জাতীয় সংসদ নির্বাচনে তাদের তলের পক্ষে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয়নি।

মেয়া/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়