ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার বেজেল লেস টিভি!

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এবার বেজেল লেস টিভি!

স্মার্টফোনের উৎকর্ষ হতে হতে এমন পর্যায়ে যাচ্ছে যে, আর নতুন কি আসবে সেটাও এখন কল্পনা করা যাচ্ছে না।

এক সময় মানুষ ভাবতো যদি স্ক্রিনটা আরো বড় হতো! এরপরে ভাবা শুরু করল যদি মোবাইল ফোনে কোনো বেজেল বা ফ্রেমই যদি না থাকতো তাহলে ভিডিও দেখতে বা গেমস খেলতে আরো সুবিধা হতো। এখন তো বেজেল সহ মোবাইল পাওয়াই দুষ্কর। বর্তমানে যেসব ফোন বের হচ্ছে প্রায় সবগুলোই ফ্রেম ছাড়া স্ক্রিন থাকে।

মজার ব্যাপার হচ্ছে অন্য জায়গায়। মোবাইলের উৎকর্ষ সাধনের পর, অনেক ডিভাইসের বিলুপ্তি ঘটিয়েছে এই মোবাইল ফোন। যেমন, রেডিও, ক্যামেরা, ওয়াকম্যান থেকে শুরু করে সিডি বা ডিভিডি প্লেয়ারও একই পথ ধরেছে। আর তাদের থেকে একটু দূরে থাকলেও টিভিও কিন্তু অনেকটা বিলুপ্তির পথ ধরছে।

তাই টিভি নিজেকে টিকিয়ে রাখতে মোবাইল ফোনের মতোই নিজেকে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। যাতে কোনো ভাবেই স্মার্টফোনের আড়ালে চলে যেতে না হয়। তাই তো টিভিও হয়ে গিয়েছে স্মার্ট। এখন স্ক্রিনে এসেছে স্মরণকালের সবচেয়ে বেশি স্বচ্ছতা। ফোরকে নামের টেলিভিশনগুলো তো টিভি দেখার অভিজ্ঞতাই বদলে দিয়েছে। তারপরেও মাঝে মাঝে শোনা যায় বিলুপ্তির ডাক। সেই ডাককে দূরে সরাতে এবার অনেকটা মোবাইল ফোনের ন্যায়, টিভিও তার চিরাচরিত ফ্রেম হারিয়ে ফেলছে।

নতুন বছরে কনজিউমার ইলেক্ট্রনিক্স শো (সিএইএস)-তে স্যামসাং উম্মুক্ত করতে যাচ্ছে বিশ্বের প্রথম এইটকে বেজেলে লেস বা ফ্রেম ছাড়া টিভি। লিক বা ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে, এই টিভির ব্যাজেল বা ফ্রেম এতোটাই সরু যে একটু দূর থেকে দেখলে একে ফ্রেম ছাড়াই মনে হবে। ধারণা করা হচ্ছে কিউ৯০০টি এবং কিউ৯৫০টি মডেলের টিভি দুটি সিইএসে দেখানো হবে। জার্মান ওয়েবসাইট ফোরকে ফিল্মিতে ছবি সহ এক রিপোর্টে এসব দাবি করা হয়।

কিউএলইডি স্ক্রিনের এই টিভিকে বলা হচ্ছে নিউ জেনারেশন টিভি। বেজেল লেস টিভি সম্পর্কে এর চেয়ে বেশি কিছু আর প্রকাশ করেনি জার্মান ওয়েবসাইটটি। তবে কয়েকদিনের মধ্যে সিইএসে এর সত্যাসত্য প্রমাণ হয়ে যাবে। তবে বেজেল লেস টিভি নিয়ে অনেক আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিল বিভিন্ন টেলিভিশন উৎপাদক।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়