ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৬ আগস্ট ২০২৫   আপডেট: ২২:৫৭, ২৬ আগস্ট ২০২৫
খুলনায় নদী থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

খুলনার বটিয়াঘাটার কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বস্তাবন্দি লাশ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীরা জানায়, দুপুর সোয়া দুই টার দিকে একটি ভরা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন সানজিদা নামের এক মহিলা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিয়ষটি অবগত করেন। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে বটিয়াঘাটা থানায় বিষয়টি জানানো হয়। থানা বিষয়টি নৌপুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, “১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি নৌপুলিশকে অবগত করি। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে সেহেতু এটা তাদের দেখার বিষয়।”

এদিকে, নৌপুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, “সংবাদ জেনে ঘটনাস্থলে যাই। বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তে ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

ঢাকা/নুরুজ্জামান/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়