বার্বি সাজার ইউটিউব ভিডিওটি দেখা হয়েছে ৬০ কোটি বার! (ভিডিও)
মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম
বার্বি রূপে মিশেল প্যান
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ইউটিউবে যাদের আপলোডকৃত ভিডিওগুলোকে সর্বাধিক সংখ্যক মানুষ দেখে থাকেন, তাদেরকে বলা হয় ইউটিউব তারকা। এরকমই একজন জনপ্রিয় ইউটিউব তারকা হচ্ছেন, মিশেল প্যান।
ইউটিউবে মিশেল প্যানের ফলোয়ার রয়েছেন ৩৭ কোটি, বলা যায় বিশাল এক সম্রাজ্য। মিশেল মূলত ইউটিউবে ভিডিওর মাধ্যমে রূপচর্চার বিভিন্ন টিপস দিয়ে থাকেন।
বিশেষ করে মিশেলের বার্বি সাজার ভিডিওটি সম্প্রতি ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখার ভিডিওর রেকর্ড গড়েছে। নিজেকে যে কেউ কীভাবে বার্বি রূপ দিতে পারেন, সেই পদ্ধতিই মিশেল দেখিয়েছেন ভিডিওটিতে। আর এই ভিডিওটি প্রায় ৬০ কোটি বার ইউটিউবে দেখা হয়েছে।
ভিডিও: নিজেকে কীভাবে বার্বি রূপ দিতে পারেন, তা দেখুন...
তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
রাইজিংবিডি/ঢাকা/৩ নভেম্বর ২০১৪/ফিরোজ
রাইজিংবিডি.কম