ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৭০০ জনকে চাকরি দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ৭ অক্টোবর ২০২১   আপডেট: ২২:১২, ৭ অক্টোবর ২০২১
১৭০০ জনকে চাকরি দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড তাদের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুত সমিতিতে ‘লাইনক্রু (লেভেল-১) পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ নিজ নিজ জেলার পল্লী বিদ্যুতে সমিতির সদর দপ্তরে আগামী ৩০ অক্টোবর সকাল ৯টায় উপস্থিত থাকতে হবে। 

পদের নাম: লাইনক্রু (লেভেল-১)।

পদ সংখ্যা: ১৭০০ (কম/বেশি হতে পারে)।

চাকরি ধরন: চুক্তিভিত্তিক।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান) বা সমমান বিজ্ঞান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে। 

শারীরিক যোগ্যতা: সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রমসহ বিদ্যুতিক খুঁটি ও স্থাপনায় উঠা-নামায় সক্ষমতা থাকতে হবে। শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ‍ন্যূনতম ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে। ৭ মিনিটে ১ মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পর পর ন্যূনতম ৫ বার বুক পর্যন্ত উঠা-নামায় সক্ষম হতে হবে। 

বেতন: ২৫ হাজার টাকা। 

আবেদনের নিয়ম: আবেদনের নিয়ম ও শর্তাবলী জানতে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করে দেখুন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়