ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এইচএসসি পাসে গ্রামীণ জন উন্নয়ন সংস্থায় চাকরি

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১৭ নভেম্বর ২০২১   আপডেট: ২১:৪৭, ১৭ নভেম্বর ২০২১
এইচএসসি পাসে গ্রামীণ জন উন্নয়ন সংস্থায় চাকরি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ ) অর্থায়নে পরিচালিত গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। সংস্থাটি তাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচী বাস্তবায়নের জন্য ‘জুনিয়র ফিল্ড অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।

পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার

পদ সংখ্যা: ১০০।

বেতন: প্রথম ৬ মাস ১০,০০০ টাকা (শিক্ষানবিশকালীন)। শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে ২১,৮০০ টাকা।

বয়স: সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস। সকল পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.৫ থেকে ৪.৫ এর মধ্যে থাকতে হবে। ৩.৫ এর কম এবং ৪.৫ এর বেশি প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই।

শর্তাবলী

* আগামী ৩০ নভেম্বর ২০২১ তারিখ বিকেল ৫টার আগে আবেদনপত্র নির্বাহী পরিচালক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) আলতাজের রহমান সড়ক, চরনোয়াবাদ,ভোলা বরাবর পৌঁছাতে হবে।

* দরখাস্তের সঙ্গে বায়োডাটা (মোবাইল নম্বরসহ) সদ্য তোলা ২ কপি ছবি, নাগরিকত্ব সনদ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি ও ২০০ টাকার টাকার অফেরৎযোগ্য পোস্টাল অর্ডার/ যেকোনো তফসিলভুক্ত ব্যাংক থেকে ব্যাংক ড্রাফট/পেঅর্ডার সংযুক্ত করতে হবে।

* প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

* নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য ১০,০০০ টাকা জামানত প্রদান করতে হবে।

* বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা, কর্মীকল্যান তহবিল ও গ্রাচুইটি সুবিধা রয়েছে।

* অধ্যায়নরত অবস্থায় কোনো প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।

* কোটা পূর্ণ থাকায় নারীরা আবেদন করতে পারবেন না।

তথ্যসূত্র: বিডিজবস

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ