RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১২ রবিউস সানি ১৪৪২

মিলারের সিরিজ শেষ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিলারের সিরিজ শেষ

ডেভিড মিলার

ক্রীড়া ডেস্ক : নিজের শেষ তিন ওয়ানডে ইনিংসে দুটি অপরাজিত সেঞ্চুরি করেছেন। সেই ডেভিড মিলারকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোতে আর পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। আঙুলের চোটে হার্ডহিটার এই ব্যাটসম্যানের সিরিজ শেষ হয়ে গেছে।

ডারবানের কিংসমেডে গত বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় চোট পান মিলার। শ্রীলঙ্কার ইনিংসের অষ্টম ওভারে একটি ডাইভিং ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান। বাকি ইনিংসে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। সেরে উঠতে কমপক্ষে ৭ থেকে ১০ দিন সময় লাগবে।

কিংসমেডে এর আগে মিলার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ৯৮ বলে অপরাজিত ১১৭ রানের ইনিংস খেলার পথে আরেক সেঞ্চুরিয়ান ফাফ ডু প্লেসির সঙ্গে পঞ্চম উইকেটে গড়েন ১১৭ রানের জুটি। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ৩০৭ রান। যেটি পরে তাদের ১২১ রানের বড় জয় এনে দেয়।

এখনো মিলারের বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। শনিবার জোহানেসবার্গে হবে তৃতীয় ওয়ানডে। ৭ ও ১০ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচ কেপ টাউন ও সেঞ্চুরিয়নে।রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়