ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্যালন ডি’অর : কে কোন পুরস্কার জিতলেন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ২ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যালন ডি’অর : কে কোন পুরস্কার জিতলেন

ফ্রান্সের রাজধানী প্যারিসে থিয়েটার দ্য শ্যালেতে জমকালো আয়োজনে শেষ হলো ব্যালন ডি’অর অনুষ্ঠান।

কে কোন পুরস্কার জিতলেন

ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ব্যালন ডি’অরের ৬৪তম আসরে মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে।

২০১৯ ব্যালন ডি’অর (পুরুষ)- লিওনেল মেসি

২০১৯ ব্যালন ডি’অর (নারী)- মেগান র‍্যাপিনো

২০১৯ কোপা ট্রফি- ম্যাথিয়াস ডি লিট

২০১৯ ইয়াশিন ট্রফি- অ্যালিসন বেকার।

মেসিই বর্ষসেরা

ক্রিস্টিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে ২০১৯ সালের ব্যালন ডি’র জিতলেন লিওনেল মেসি। এই নিয়ে তিনি বর্ষসেরার পুরস্কারটা জিতলেন ষষ্ঠবারের মতো। ছাড়িয়ে গেলেন পাঁচবার জেতা ক্রিস্টিয়ানো রোনালদোকে।

মেসির হাতে পুরস্কার তুলে দেন গতবারের ব্যালন ডি’অর জয়ী লুকা মডরিচ।

এর আগে ২০০৯, ২০১০, ২০১১, ২০১২ ও ২০১৫ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি।

 

   

মেয়েদের বর্ষসেরা র‍্যাপিনো

মেয়েদের ব্যালন ডি’অর জিতেছেন যুক্তরাষ্ট্রের মেগান র‍্যাপিনো। মেয়েদের বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার জিততে তিনি পেছনে ফেলেন ইংল্যান্ডের লাকি ব্রোঞ্জ ও স্বদেশী অ্যালেক্স মরগানকে।

র‍্যাপিনো অবশ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

সেরা গোলরক্ষক অ্যালিসন

বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার ইয়াশিন ট্রফি জিতেছেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন।

বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন দ্বিতীয় ও ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন হয়েছেন তৃতীয়।

কোপা ট্রফি ডি লিটের

জডন সানচো ও জোয়াও ফেলিক্সকে পেছনে ফেলে বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার কোপা ট্রফি জিতেছেন ম্যাথিয়াস ডি লিট। আয়াক্স থেকে এ মৌসুমে জুভেন্টাসে যোগ দেন এই ডাচ ফুটবলার। গত বছর এই পুরস্কার জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

যেসব পুরস্কার দেওয়া হবে

আজ চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।

২০১৯ ব্যালন ডি’অর (পুরুষ)

২০১৯ ব্যালন ডি’অর (নারী)

২০১৯ কোপা ট্রফি- বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ ফুটবলার

২০১৯ ইয়াশিন ট্রফি- বিশ্বের সেরা গোলরক্ষক (পুরুষ)

অনুষ্ঠান শুরু

ব্যালন ডি’অর অনুষ্ঠান শুরু হয়ে গেল। অনুষ্ঠান সঞ্চালনা করছেন টিভি সাংবাদিক স্যান্ডি হেরিবার্ট ও আইভরি কোস্টের সাবেক ফুটবলার দিদিয়ের দ্রগবা।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যালন ডি‘অর ফলাফলের তালিকা ফাঁস হয়ে গেছে আগেই। যেখানে দেখা যাচ্ছে, ব্যালন ডি’অর জিততে চলেছেন লিওনেল মেসি।

টুইটারে প্রকাশ হওয়া তালিকায় দেখা যাচ্ছে, লিভারপুল ডিফেন্ডার ফন ডাইকের চেয়ে ৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বার্সেলোনা তারকা মেসি।

তালিকাটা সত্যি হলে রোনালদোকে পেছনে ফেলে রেকর্ড ষষ্ঠবারের মতো বর্ষসেরার এই পুরস্কার জিততে চলেছেন মেসি!

কে জিতবেন ব্যালন ডি’অর?

বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর এবার কে জিতবেন?

গত অগাস্টে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে হারিয়ে উয়েফা বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন ভার্জিল ফন ডাইক। সেপ্টেম্বরে ফন ডাইক ও রোনালদোকে পেছনে ফেলে ফিফার ‘দ্য বেস্ট’ জেতেন মেসি। ব্যালন ডি’অরের লড়াইয়েও এই তিনজনের সম্ভাবনাই বেশি।

সেরার লড়াইয়ে যারা

ব্যালন ডি’অর পুরস্কারের জন্য প্রথমে ৩০ ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকী। সেখান থেকে তালিকাটা নেমে আসে ১০ জনে। তারা হলেন, অ্যালিসন, রবার্ট লেভানডফস্কি, রিয়াদ মাহরেজ, সাদিও মানে, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, মোহাম্মদ সালাহ, বার্নার্দো সিলভা, ভার্জিল ফন ডাইক।

অনুষ্ঠান শুরুর অপেক্ষা

আর মাত্র কিছুক্ষণ অপেক্ষা। ফ্রান্সের রাজধানী প্যারিসে থিয়েটার দ্য শ্যালেতে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত দেড়টায় শুরু হবে ব্যালন ডি’অর অনুষ্ঠান।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়