ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১০ উইকেটে জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ উইকেটে জিতল বাংলাদেশ

দুর্বল প্রতিপক্ষ ভুটানকে অল্প রানে গুটিয়ে দিয়ে জয়ের মূল ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। ঝড়ো ব্যাটিংয়ে বাকি কাজটা সারলেন সৌম্য সরকার। ভুটানকে ১০ উইকেটে হারিয়ে এসএ গেমসে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে শুক্রবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রান করেছিল ভুটান। সৌম্যর ২৮ বলের ফিফটিতে বাংলাদেশ সেটি পেরিয়ে যায় ৬.৫ ওভারেই।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে ধুঁকেছে ভুটানের ব্যাটসম্যানরা। প্রথম আট ওভারে কোনো উইকেট না হারালেও তারা তুলতে পারে মাত্র ২২ রান।

নবম ওভারে ওয়াংচুক জুনিয়রকে ফিরিয়ে ২৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভুটান।

তবে তারা এজন্য কৃতিত্ব পেতেই পারে যে, অন্তত অলআউট হয়নি! দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ওয়াংচুক। দুই অঙ্কে যেতে পারেন আর মাত্র দুজন; জিগমি সিঙ্গে (১৩) ও জিগমি দর্জি (১২)।

চার ওভারে ৯ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার মানিক খান। সমান ওভারে মেহেদী হাসান রানা ১৮ রানে, সৌম্য ১৫ রানে, তানভীর ইসলাম ও আফ্রিদি ১৩ রানে নেন একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুটানের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাটিং করেন সৌম্য। বাংলাদেশ ম্যাচও জিতেছে সহজেই।

ছক্কায় ম্যাচ শেষ করার পাশাপাশি ফিফটি পূর্ণ করেন সৌম্য। ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৩ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার নাঈম শেখ।

একই মাঠে শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়