ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়ার্নারের সামনে শুধু পন্টিং

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নারের সামনে শুধু পন্টিং

ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার।

মুম্বাইয়ে মঙ্গলবার ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের অবিচ্ছিন্ন ২৫৮ রানের রেকর্ড জুটিতে অস্ট্রেলিয়ার পেয়েছে ১০ উইকেটের জয়। ওয়ার্নার ১১২ বলে ১৭ চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ১২৮ রান।

ওয়ানডেতে এটি তার ১৮তম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ার্নার ছুঁয়ে ফেলেছেন মার্ক ওয়াহকে। ২৪৪ ওয়ানডের ক্যারিয়ারে ওয়াহও করেছিলেন ১৮ সেঞ্চুরি।

এখন ওয়ার্নারের সামনে আছেন শুধু সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৩৭৪ ম্যাচে পন্টিংয়ের সেঞ্চুরি ২৯টি।

ওয়ার্নার ১১৭ ওয়ানডে খেলেই করলেন ১৮ সেঞ্চুরি। এর মধ্যে শেষ আট ইনিংসেই করেছেন চারটি। যেভাবে ছুটছেন, তাতে হয়তো পন্টিংকেও ছুঁয়ে ফেলবেন বাঁহাতি ব্যাটসম্যান।

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ