ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইনিংস হারের সামনে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ১৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইনিংস হারের সামনে দক্ষিণ আফ্রিকা

ব্যাটিং ব্যর্থতায় পোর্ট এলিজাবেথ টেস্টে ইনিংস হার চোখ রাঙাচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা রোববার চতুর্থ দিন শেষ করেছে ৬ উইকেটে ১০২ রানে। ইনিংস হার এড়াতেই এখনো দরকার ১৮৮ রান।

প্রথম ইনিংসে আগের দিনের ৬ উইকেটে ২০৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু এদিন মাত্র ১ রান তুলতেই বাকি ৪ উইকেট হারায় প্রোটিয়ারা!

ফলোঅনে পড়ে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার একটু পরেই শুরু হয় বৃষ্টি। তাতে খেলা বন্ধ থাকে তিন ঘণ্টা।

আবার খেলা শুরু হলে নিয়মিত বিরতিতেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। একটা পর্যায়ে ৮৩ রানেই হারিয়ে ফেলে ৬ উইকেট। প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান আসে অধিনায়ক ডু প্লেসির ব্যাট থেকে।

দিনের শেষ ১০ ওভারে আর কোনো বিপদ হতে দেননি ভারনন ফিল্যান্ডার ও কেশভ মহারাজ। ফিল্যান্ডার ১৩ ও মহারাজ ৫ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের জো রুট ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়