ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দর্শকদের নতুন জার্সি ও জয় উপহার মোহামেডানের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৬, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দর্শকদের নতুন জার্সি ও জয় উপহার মোহামেডানের

বাংলাদেশ ফুটবলে সাদা-কালো জার্সিধারি বলতে বুঝায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে প্রিমিয়ার লিগের শুরুর দিন চিরাচরিত ধারা ভেঙ্গে নতুন রুপে হাজির হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আর রঙিন জার্সিতে জয় দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে দলটি।

এ বছর মোহামেডান হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে। যার ফলে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামে।

গত মৌসুমে মোহামেডান ১৩ দলের মধ্যে হয়েছে ৯ম। লিগে ২৪ ম্যাচে মাত্র ৬টিতে জিতেছে। এবারের ফেডারেশন কাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় মোহামেডান। তবে নতুন জার্সি দিয়ে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ১-০ গোলের জয় পায় আরামবাগের বিপক্ষে।

ম্যাচের ৩০ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার ওবি মনেকে এগিয়ে দেয় সাদা-কালোর ব্র্যান্ড ধারী মোহামেডানকে। এরপরে কয়েকবার দারুণ আক্রমণ করে আরামবাগের মিসরিয় ফুটবলার মোস্তফা মাহমুদ। ৫০ মিনিটের সময় ফাঁকা পোস্ট পেয়েও গোল করতে পারেননি তিনি।

জযের উচ্ছ্বাসে খেলা শেষে দর্শকদের দিকে সাদা-কালো জার্সি ছুড়ে দেয় মোহামেডান কর্তৃপক্ষ। ম্যাচ শেষে মোহামেডানের দলনেতা আবু হোসেন প্রিন্স বলেন, ‘আমরা প্রতিটি ম্যাচ শেষে দর্শকদের জার্সি উপহার দিবো। ফলাফল যাই হোক না কেনো।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়