ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিম্বাবুয়ে সিরিজে মাশরাফির ব্যক্তিগত লক্ষ্য কি?

সিলেট থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিম্বাবুয়ে সিরিজে মাশরাফির ব্যক্তিগত লক্ষ্য কি?

বিশ্বকাপ একদম বিবর্ণ গিয়েছিল মাশরাফি বিন মুর্তজার। আট ম্যাচে পেয়েছিলেন মাত্র এক উইকেট।

অনেকের মতে, দলের বিশ্বকাপ ব্যর্থতার বড় কারণ অধিনায়কের পারফরম্যান্স। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সাকিব আল হাসানও স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বকাপে ভালো ফল পেতে অধিনায়ককে পারফর্ম করতে হয়।’

সব কিছুকে পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় মাশরাফি। বিশ্বকাপের পর তার শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইনজুরির কারণে পারেননি।

দীর্ঘদিন পর মাশরাফি আবার ফিরছেন জাতীয় দলে। নতুন বছর। নতুন সময়। চিরচেনা মাঠ আর প্রিয় প্রতিপক্ষ। প্রায় সাত মাস পর মাঠে নামার অপেক্ষায় থাকা মাশরাফির লক্ষ্য কি থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে?

ম্যাচ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে বললেন, ‘পারফরম্যান্স প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। সবাই চায় পারফরম্যান্স ভালো করতে। সেটা আমার জন্যও। অবশ্যই চেষ্টা করব ভালো করতে।’

নিজের পাশাপাশি দলের প্রত্যাশাও জানিয়ে রাখলেন অধিনায়ক, ‘দল জেতা বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে শেষ তিন চারটা ওয়ানডেতে (আসলে পাঁচ ওয়ানডে) আমরা জেতার ভেতরে নেই। সুতরাং দলের জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। নিজের পারফরম্যান্সও দলের ফল; দুটো জিনিসিই চেষ্টা করতে হবে যেন ঠিক মতো হয়।’

প্রত্যাশা পূরণে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া পরিকল্পনা মাশরাফির, ‘জিম্বাবুয়ে সীমিত ওভারের ক্রিকেটে অনেক ভালো দল। এই ফরম্যাটে তারা প্রচুর ক্রিকেট খেলে। অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চেষ্টা করব। এখনই তিন ম্যাচ নিয়ে ভাবছি না। আমরা কাল (রোববার) ভালো শুরু করতে পারলে এরপর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচেও ভালো করতে হবে। জিম্বাবুয়ে যে কোনো দলকে হারাতে পারে। তাই তিনটি ম্যাচ নিয়ে এখনই বলা যাচ্ছে না। গুরুত্বপূর্ণ হলো প্রথম ওয়ানডে ভালো করা।’

 

সিলেট/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়