Breaking News
জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আটক
X
ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪২৭, ১২ জুলাই ২০২০
Risingbd
সর্বশেষ:

এত বড় প্রত্যাশা ছিল না লিটনের!

ক্রীড়া প্রতিবেদক : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০২০-০৩-১১ ১১:১৫:৪৩ পিএম     ||     আপডেট: ২০২০-০৩-১২ ১০:৪৫:৩৮ এএম

জিম্বাবুয়ের বিপক্ষে এক সিরিজেই লিটনের ব্যাট থেকে এল ৪৮৩ রান।

ঢাকা টেস্টে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। দ্যুতি ছড়িয়ে করেছিলেন ৫৩ রান। ওয়ানডেতে তিন ইনিংসে ৩১১ রান। টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এল ১১৯।

দুই ম্যাচের দুটিতেই হাফ সেঞ্চুরিতে। সিরিজ শুরুর আগে এত বড় প্রত্যাশা কি করেছিলেন লিটন?

ক্যারিয়ারের তৃতীয় ম্যাচসেরা ও প্রথম সিরিজ সেরার পুরস্কার নিয়ে লিটন এসেছিলেন সংবাদ সম্মেলনে। সেখানে জানালেন নিজের কথা, ‘এটা তো বলা মুশকিল। এত বড় প্রত্যাশা ছিল না। সব মিলিয়ে ভালো গেছে।’

প্রায় প্রতি ম্যাচেই বড় রান পেয়েছেন লিটন। সিলেটে তৃতীয় ওয়ানডেতে করেছিলেন ১৭৬ রান। ঢাকায় দুই টি-টোয়েন্টিতেই দুই হাফ সেঞ্চুরি। বলার অপেক্ষা রাখে না জিম্বাবুয়ের বোলিংয়ে ছিল না প্রাণ। বল হাতে আগ্রাসন দেখাতে পারেননি কেউ। ব্যাটসম্যানদের ভোগানোর মতো ক্ষমতাও ছিল না বোলারদের। ব্যাটসম্যানরা বাজে বল পেয়েছেন অনায়েসে। ফলে রান তোলাও ছিল সহজ।

জিম্বাবুয়ের বোলিং নিয়ে লিটনও বললেন এমন কথা, ‘বোলিং আক্রমণ যদি দেখেন, ওইরকম আগ্রাসী কোন বোলার ছিল না। বোলিং ধার কম, উইকেট টেকিং ডেলিভারিও একটু কম। স্কোরিং শটের অপশন বেশি থাকে।’

রান করায় আত্মবিশ্বাস বেড়েছে লিটনের। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চান সামনেও, ‘একটা সিরিজ ভালো গেছে। আবার খারাপ করলে তখন আবার হতাশার হবে। এটা থাকবে, উঠানামা থাকবে। প্রতিটা ম্যাচই নতুন। ব্যাটসম্যানদের আউট হতে এক বলই যথেষ্ট। এবার অনেক বেশি মনোযোগী ছিলাম। শট নির্বাচনে সীমাবদ্ধ ছিলাম। আমি যে খুব উপরে দিয়ে মেরেছি পুরো সিরিজে তা কিন্তু না। বলের মান অনুযায়ী খেলার চেষ্টা করেছি। এভাবেই সামনে খেলতে চাই।’

লিটন ভালো করায় স্বাভাবিকভাবেই বেড়েছে প্রত্যাশা চাপ। তবে নিজের ওপর বাড়তি চাপ না নিয়ে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে মুখিয়ে ডানহাতি ওপেনার।

‘চাপ না…আপনি যখন একটা জিনিস হাতে পাবেন, সেটা ফেলে দেওয়া অনেক সহজ, ধরে রাখা কঠিন। এখন আমার জন্য নতুন চ্যালেঞ্জ শুরু হবে, আমি আমার পারফরম্যান্স কতোটা ধরে রাখতে পারব। চেষ্টা করব এই পারফরম্যান্স ধরে রাখতে। জানি না কতটুকু পারব। কিন্তু অনুশীলনে কঠোর পরিশ্রম করব।’


ঢাকা/ইয়াসিন/নাসিম