ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ক্রীড়াবিদদের ৫০ লাখ টাকা অনুদান বিসিবির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ২০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ক্রীড়াবিদদের ৫০ লাখ টাকা অনুদান বিসিবির

করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ক্রিকেটারদের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এককালিন অর্থ দেওয়ার পাশাপাশি বিসিবি উৎসব ভাতাও দিয়েছে ক্রিকেটারদের।  নিজেদের গন্ডি পেরিয়ে এবার বিসিবি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের ২৩টি ক্রীড়া ফেডারেশনে। ২৩ ফেডারেশনের অস্বচ্ছল ক্রীড়াবিদদের এককালিন  আর্থিক সহায়তা দিয়েছে দেশের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থাটি।

বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ৫০ লাখ ১০ হাজার টাকার চেক হস্তান্তর করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছে। বিসিবি ৫০১টি চেক হস্তান্তর করেছে। প্রত্যেকটি চেক ১০ হাজার টাকার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সর্বোচ্চ ১০০টি চেক পেয়েছে। মোট ১০ লাখ টাকার অনুদান পেয়েছেন  অস্বচ্ছল ফুটবলাররা। এছাড়া হকি ফেডারেশনে পেয়েছে ৫০টি চেক। সর্বনিম্ন ১০টি করে চেক পেয়েছে রোলার স্কেটিং, অ্যামেচার বক্সিং, রাগবি ফেডারেশন, মার্শাল আর্ট, বধি স্পোর্টস ফেডারেশন ও টেনিস ফেডারেশন।

বিসিবির আর্থিক সহায়তা ব্যাপারে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও নির্দেশনা দিয়েছিলেন খেলোয়াড়দের পাশে দাঁড়াতে। মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের আহ্বানে সাড়া দিয়ে করোনায় ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের সহযোগিতায় এগিয়ে আসায় আমি বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

জাহিদ আহসান রাসেল আরও বলেন, 'আমি সকল ফেডারেশন ও খেলোয়াড়দের আশ্বস্ত করতে চাই,  আমাদের মানবিক এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতোমধ্যে খেলোয়াড়দের সহায়তা করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করেছি। উনারা আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি,  ঈদের পরে আমরা আরও অধিক সংখ্যক খেলোয়াড়কে সহযোগিতা করতে পারব।'

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়