ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘মেসি থাকায় দলের মধ্যে বাড়তি প্রাণশক্তি কাজ করছে’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘মেসি থাকায় দলের মধ্যে বাড়তি প্রাণশক্তি কাজ করছে’

প্রায় তিন মাসের বিরতি শেষে আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। আর সে লক্ষ্যে অনুশীলন শুরু করে দিয়েছে সবগুলো ক্লাব। চলতি লা লিগার শীর্ষ দল বার্সেলোনা ১৩ জুন রিয়াল মায়ের্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে মৌসুমের বাকী অংশ।

সে ম্যাচকে সামনে রেখে তিন সপ্তাহ আগে থেকে অনুশীলনে জোর দিচ্ছে কিকে সেতিয়েনের দল। আর সে অনুশীলনে সবার মধ্যমণি আর্জেন্টাইন সুপারস্টার ও বার্সার অধিনায়ক লিওনেল মেসি। মেসি যে উদ্যোম নিয়ে অনুশীলন শুরু করেছে, সে উদ্দীপনায় ক্লাবের অনুশীলনের নতুন প্রাণের সঞ্চার ঘটেছে বলে জানান, দলটির ডিফেন্ডার জর্দি আলবা।

সম্প্রতি স্প্যানিশ সংবাদ মাধ্যম টিভিই-কে এক সাক্ষাতকারে এমন তথ্য জানান আলবা। সেখানে মেসিকে নিয়ে এই স্প্যানিশ ফুটবলার বলেন, ‘সে (মেসি) আমাদের দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমাদের উচিত তাঁর সঙ্গে সময়টা উপভোগ করা। আর সবসময় তাকে পাওয়াটা আমরা উপভোগও করি।’

এরপর মেসির উদ্যোম দলে ছড়িয়ে পড়েছে দাবি করে আলবা আরও যোগ করেন, ‘যে উদ্যোম নিয়ে মেসি ফিরেছে, এটি দলের সবার মাঝে ছড়িয়ে পড়েছে। আসলে নিজের উদ্যেম সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন মেসি।’

অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে বাড়তি উদ্দীপনা কাজ করছে জানিয়ে আলবা বলেন, ‘দলের সবার মাঝে এখন বাড়তি প্রাণশক্তি কাজ করছে। আমি বলব, আমাদের খেলোয়াড়রা মানসিক ও শারীরীকভাবে দারুণ অবস্থায় রয়েছে সবাই। এমনকি আগের চেয়ে আরও বেশি ভালো অবস্থায় আছে সবাই।’

চলতি লা লিগায় ২৭ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ থেকে ২ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এদিকে মেসি আসরে ১৯ গোল দিয়ে আছে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। মৌসুমের বাকী অংশে দলকে শিরোপার পাশাপাশি নিজেকে কোন উচ্চতায় নিয়ে যান মেসি, সেটি এখন দেখার বিষয়।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়