ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রথম টেস্টে নেই রুট, অধিনায়ক স্টোকস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩২, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রথম টেস্টে নেই রুট, অধিনায়ক স্টোকস

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে নেই ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। নিয়মিত অধিনায়কের পরিবর্তে বেন স্টোকসকে অধিনায়ক করা হয়েছে।

করোনা প্রাদুর্ভাবের পর আগামী ৮ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও ইংল‌্যান্ডের ম‌্যাচ দিয়ে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে দুই দল সাদা পোশাকে ব‌্যাট-বলের যুদ্ধে নামবে। এরপর ম‌্যানচেস্টারে আরও দুটি টেস্ট খেলবে তারা।

ইসিবি জানিয়েছে, পারিবারিক কারণে ‍রুট প্রথম টেস্টে খেলবে না। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর রুটকে সাতদিন আইসোলেশনে থাকতে হবে। এরপর দলের সঙ্গে যোগ দিতে পারবেন মিডল অর্ডার ব‌্যাটসম‌্যান।

পেস অলরাউন্ডার স্টোকসের দায়িত্ব বাড়ছে। ব্যাটিং, বোলিংয়ের সাথে এবার অধিনায়কত্ব। এর আগে স্যার ইয়ান বোথাম ও অ্যান্ড্রু ফ্লিনটফ এ দায়িত্ব পালন করলেও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে স্টোকস বাড়তি দায়িত্বকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে,‘অধিনায়কত্ব সব সময়ই ইতিবাচক দৃষ্টিতে দেখতে চাই।’

বিশাল এ দায়িত্ব পালনের পাওয়ার মধ‌্য দিয়ে আরেকটি ইতিহাসও তৈরি করতে যাচ্ছেন স্টোকস। এর আগে ঘরোয়া ক্রিকেটে কখনো লিস্ট এ ম‌্যাচ, প্রথম শ্রেণির ম‌্যাচ বা টি-টোয়েন্টি ম‌্যাচেও দায়িত্ব পালন করেননি স্টোকস। ইংল‌্যান্ডের শেষ ৫০ বছরের ইতিহাসে এমনটা হয়নি কখনো। তবে কেভিন পিটারসেন ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছিলেন কোনো অভিজ্ঞতা ছাড়াই।

টেস্টে ইংল‌্যান্ডের হয়ে ব‌্যাটিং ওপেন করবেন ডম সিবলে ও রোরি বার্নস। তিনে ব‌্যাটিং করবেন জো ডেনলি। রুটের জায়গায় আসবেন ড‌্যান লরেন্স। ১৬ ও ২৪ জুলাই পরের দুটি টেস্ট ম্যাচ শুরু হবে। তিন টেস্ট হবে দর্শক শূন্য স্টেডিয়ামে ও জীবাণুমুক্ত পরিবেশে।

 

ঢাকা/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়