ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির সমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্ততি

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ১২ জুন ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
বিএনপির সমাবেশে ব্যাপক লোকসমাগমের প্রস্ততি

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১২ জুন : সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার বিকেলে ৩টায়  বিএনপির সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তবে এ সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকছেন না।

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবশের অনুমতি দেয়া হয়। সমাবেশকে  কেন্দ্র করে বিএনপির অঙ্গ সংগঠনগুলো মঙ্গলবার রাত থেকেই সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। সোহরাওয়ার্দী উদ্যানে মহাজোট সরকারের আমলে এটাই প্রথম সমাবেশ বিএনপির।

বিএনপির সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি বলেন, ‘ দেরিতে হলেও আমরা সমাবেশের অনুমতি পেয়েছি। একদিনের নোটিশেও নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছে সমাবেশকে সফল করতে। লক্ষাধিক  লোক এ সমাবেশে যোগ দিবে আশা করছি ।’

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ, বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবি এবং সরকারের পদত্যাগের দাবিতে তারা এ সমাবেশ করবে।

বুধবার সকালে সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যানে  গিয়ে দেখা গেছে মঞ্চ তৈরির কাজ চলছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে ১১টার মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে।

মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, ‘সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাচ্ছেন।’

সমাবেশে লোকসমাগমের জন্য ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল  জোড় প্রস্তুতি নিয়েছে। প্রত্যেক এলাকা থেকে নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত থাকতে পারে সেজন্য সেই চেষ্টায় তারা গতকাল থেকে কাজ করে করছে।

 

রাইজিংবিডি/এফএস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়