ভিট টপ মডেল গাজীপুরের মিথিলা
রাশেদ শাওন || রাইজিংবিডি.কম
ভিট চ্যানেল আই এর গ্রান্ড ফিনারের কিছু মুহুর্ত
বিনোদন প্রতিবেদক : ভিট চ্যানেল আই টপ মডেল ২০১৪ সিজন-৩ হয়েছেন গাজীপুরের সুমাইয়া আঞ্জুম মিথিলা। প্রথম রানারআপ সাদিয়া ইসলাম লামিয়া (ঢাকা) এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন জান্নাতুন নূর মুন (ঢাকা)। পুরস্কার হিসেবে তারা পেয়েছেন যথাক্রমে পাঁচ লক্ষ টাকা, তিন লক্ষ টাকা এবং দুই লক্ষ টাকা।
প্রথম বিজয়ীর জন্য আরও থাকছে ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ। সকল বিজয়ীদের জন্য রয়েছে চ্যানেল আই’র জন্য ধারাবাহিক ও খন্ড নাটকে অভিনয় এবং চ্যানেল আইয়ের বিভিন্ন ইভেন্টে পারফরমেন্সের সুযোগ।
তাদের হাতে পুরস্কার তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, রেকিট বেনকিজার বাংলাদেশ শ্রীলংকা ক্লাষ্টার-এর সিইও এবং ফিনান্স ডিরেক্টর নয়ন রঞ্জন মুখার্জী, রেকিট বেনকিজার বাংলাদেশ এর সেলস ডিরেক্টর কাজী আরিফ জামান, ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন ও আশা, অতিথি বিচারক শামীম আহমেদ, প্রতিযোগিতার প্রধান তিন বিচারক নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান।
ভিট-চ্যানেল আই টপ মডেল-২০১৪ খেতাব অর্জনকারী প্রতিযোগী মডেল হিসেবে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। বিশ্বের ১ নম্বর হেয়ার রিমুভ্যাল ব্র্যান্ড ‘ভিট’ বাংলাদেশে এই জনপ্রিয় ফিমেল মডেল হান্ট প্রতিযোগিতার গর্বিত স্পন্সর।
ভিট মিস বিউটিফুল স্কীন হয়েছেন চন্দ্র মনি তালুকদার, ভিট মিস বিউটিফুল স্মাইল হয়েছেন জেবা আনিকা এবং ভিট মিস কনজিয়েলিটি হয়েছেন মুসরাত জাহান তন্বী।
প্রতিযোগিতায় চূড়ান্ত লড়াইয়ে টিকে ছিলেন সেরা পাঁচ প্রতিযোগি- সুমাইয়া আঞ্জুম মিথিলা (গাজীপুর), জান্নাতুন নূর মুন (ঢাকা), জেবা আনিকা (ঢাকা) সাদিয়া ইসলাম লামিয়া (ঢাকা) ও চন্দ্র মনি তালুকদার (খাগড়াছড়ি)। তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই গ্রান্ড ফিনালে।
শুক্রবার, ২৩ জানুয়ারি সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেম-এ, এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘ভিট চ্যানেল আই টপ মডেল ২০১৪’ প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে।
গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে সেরা বিশ, সেরা দশ, সেরা ছয় ও সেরা পাঁচ প্রতিযোগি মডেলদের বিভিন্ন পোশাকে আকর্ষণীয় ক্যাটওয়ার্ক ছাড়াও ছিলো এ বছরের ভিট চ্যানেল আই টপ মডেল সেরা পাঁচ- এর সঙ্গে ইমামী ফেয়ার এন্ড হ্যান্ডসাম ও চ্যানেল আই সেরা নাচিয়েদের সঙ্গে একটি মনোরম পারফরমেন্স। অনুষ্ঠানে ছিলো চ্যানেল আই সেরা নাচিয়ে মডেল অভিনেত্রী শায়লা সাবি’র পরিবেশনা। সেরা নাচিয়ে তুষারের কোরিওগ্রাফিতে মেহজাবিন ও তুষারের পারফরমেন্স। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, সেরাকণ্ঠ ২০১৪ তারেক এবং নাবিলা। ছিলো প্রতিযোগিদের সঙ্গে তানজিল ও ঈগল ড্যান্স গ্রুপের নাচ। অনুষ্ঠানে এবারের ভিট চ্যানেল আই টপ মডেল- এর জার্নির একটি এভি দেখানো হয়। গ্রান্ড ফিনালে অনুষ্ঠানটি চ্যানেল আই ৭টা ৩৫ মিনিট থেকে সরাসরি সম্প্রচার করেছে।
২০১১ সালে প্রথম সিজনে ভিট চ্যানেল আই টপ মডেল হয়েছিলেন হাসিন, ২০১২ সালে দ্বিতীয় সিজনে নওশীন।
উল্লেখ্য, সারাদেশ থেকে রেজিষ্ট্রেশনকৃত হাজার হাজার প্রতিযোগি থেকে প্রথমে ঢাকায় আসার অনুমোতি পান সেরা ২৫০ জন প্রতিযোগি। তাদের মধ্য থেকে পর্যায়ক্রমে নির্বাচিত হন সেরা ৮০, সেরা ৫০ এবং সর্বশেষ সেরা ২০ জন প্রতিযোগি। নির্বাচিত ২০ প্রতিযোগিকে নিয়ে গত বছর নভেম্বরে শুরু হয় ক্যাম্প রাউন্ড। প্রাথমিকভাবে নির্বাচিতরা র্যাম্প তথা মূলধারার মডেলিং প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ের জন্য উত্তীর্ণ হন। সেরা ২০ জনকে নিয়ে শুরু হয় মূল প্রতিযোগিতা। মূল প্রতিযোগিতায় এবারও বিচারক হিসেবে ছিলেন আদিল হোসেন নোবেল, তানিয়া আহমেদ ও কানিজ আলমাস খান। মূল বিচারকদের সাথে গ্র্যান্ড ফিনালে অতিথি বিচারক ছিলেন বিটিভি’র সংবাদ পাঠক শামীম আহমেদ। প্রতিযোগিদের কোরিওগ্রাফি ও গ্রুমিং- এর দায়িত্বে ছিলেন সানজিদা হক আরেফিন লুনা।
রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৫/রাশেদ শাওন
রাইজিংবিডি.কম