ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

আজই প্লাতিনির রেকর্ড ভাঙবেন রোনালদো?

পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ৩০ জুন ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আজই প্লাতিনির রেকর্ড ভাঙবেন রোনালদো?

ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে আজ পোল্যান্ডের মুখোমুখি হচ্ছে পর্তুগাল। এই ম্যাচে অনন্য এক রেকর্ডের হাতছানি পর্তুগালের সবচেয়ে সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে।

 

পোল্যান্ডের বিপক্ষে একটি গোল করতে পারলেই ইউরো ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিশেল প্লাতিনিকে ছুঁয়ে ফেলবেন রোনালদো। দুই গোল করলে ভেঙে দেবেন প্লাতিনির অক্ষত রেকর্ড।

 

৯টি গোল করে রেকর্ডটি দখলে রেখেছেন প্লাতিনি। ফরাসি কিংবদন্তি ৯টি গোলই করেছিলেন ১৯৮৪ সালের ইউরোতে। এবারের আসরে গ্রুপপর্বে বাঁচা-মরার ম্যাচে  হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করে রোনালদোর গোলসংখ্যা হয়েছে ৮টি।

 

ওই ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোর চারটি ভিন্ন প্রতিযোগিতায় গোল করার অনন্য কীর্তিও গড়েন পর্তুগিজ ফরোয়ার্ড। পর্তুগালের বাকি ম্যাচগুলোতে যদিও অনেকটা বিবর্ণই ছিলেন সিআর-সেভেন। আজ কোয়ার্টার ফাইনালই কি তার ছন্দে ফেরার মঞ্চ? আজই ভেঙে দেবেন প্লাতিনির সর্বোচ্চ গোলের রেকর্ড?

 

 

অবশ্য আজ পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সঙ্গে সঙ্গেই একটি রেকর্ডে নাম লেখাবেন রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে খেলবেন ইউরোর চারটি ভিন্ন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৬/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়