ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালয়শিয়ায় সিদ্দিকুর ২১তম

স্পোর্টস ডেস্ক : || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১৮ ডিসেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মালয়শিয়ায় সিদ্দিকুর ২১তম

রাইজিংবিডি২৪.কম,ঢাকা:

মালয়শিয়ার নুসাজায়ায় ইস্কান্দার জোহর ওপেন গলফের তৃতীয় ও শেষ রাউন্ডে ঘুরে দাঁড়ানো সিদ্দিকুর রহমানের অবস্থান ২১তম। দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশের সেরা গলফার ছিলেন ৫৯তম স্থানে।


হরাইজন হিলস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে ৭২ পারের এই প্রতিযোগিতা বৃষ্টির কারণে তিন রাউন্ডে নামিয়ে আনা হয়। সিদ্দিকুর প্রথম রাউন্ডে ৭২ শট ও দ্বিতীয় রাউন্ডে ৭১ শট খেলেছিলেন। শেষ রাউন্ডে ৬৭ শট খেলে পারের চেয়ে ৬ শট এগিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন তিনি।

২০ লাখ মার্কিন ডলারের এই প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে প্রায় সাড়ে ২০ হাজার ডলার পেয়েছেন সিদ্দিকুর।

এশিয়ান ট্যুরের মৌসুমের শেষ টুর্নামেন্টটিতে শেষ রাউন্ডে বিস্ময়কর ফল করে শিরোপা জিতে নেন স্পেনের সার্জিও গার্সিয়া। শেষ রাউন্ডে ৬১ শট খেলে সপ্তম স্থান থেকে এক লাফে সবার ওপরে চলে যান তিনি।

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়