ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নেইমারের কাপিং থেরাপি!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমারের কাপিং থেরাপি!

ইনস্টাগ্রামে পোস্ট করা নেইমারের কাপিং থেরাপির ছবি

ক্রীড়া ডেস্ক : নিষেধাজ্ঞার কারণে এল ক্লাসিকোতে খেলতে পারেননি নেইমার। বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খেলতে পারবেন না আজ ওসাসুনার বিপক্ষে ম্যাচেও। তবে এরই মধ্যে তিনি ‘কাপিং থেরাপি’ নিয়ে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন!

কাপিং থেরাপি অনেক প্রাচীন এক চিকিৎ​সাব্যবস্থা। এই পদ্ধতিতে অনেকটা গোল বাল্বের মতো দেখতে ১৪টি ছোট কাচের বোতলের ভেতরে কাগজ জ্বালিয়ে অক্সিজেনশূন্য করা হয়। তারপর বোতলগুলো লাগিয়ে দেওয়া হয় শরীরে। ভেতরে বাতাস থাকে না বলে সেটা শরীরের চামড়ায় চুম্বকের মতো লেগে থাকে।

নেইমার কাপিং থেরাপির সেই ছবিই তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে নেইমার শুয়ে থেকে পিঠে এই থেরাপি নিচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করেন, চোষণ–পদ্ধতিতে করা এই থেরাপির মাধ্যমে রক্ত সঞ্চালন–প্রক্রিয়া উন্নত হয়, নেতিয়ে পড়া পেশিগুলোও দ্রুত সজীব হয়ে ওঠে।

নেইমার বর্তমানে লা লিগায় তিন ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। সেই নিষেধাজ্ঞায় গত রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে খেলতে পারেননি। আগামী রোববার এসপানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন ২৫ বছর বয়সি তারকা।

তথ্যসূত্র : মেইল অনলাইন। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়