ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

দুঃখ প্রকাশ করে পার পেয়ে গেলেন বরিশালের কর্ণধার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৪, ২৬ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুঃখ প্রকাশ করে পার পেয়ে গেলেন বরিশালের কর্ণধার

মুশফিকুর রহিম ও এমএ আওয়াল চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক : আইকন ক্রিকেটার হিসেবে বরিশাল বুলসে গত বিপিএলে খেলেছিলেন মুশফিকুর রহিম। এবার দল পাল্টে মুশফিকুর রহিম খেলবেন রাজশাহী কিংসে।

অলোচনা ছাড়া দল পাল্টানোর সিদ্ধান্ত নিজ থেকে নেওয়ায় ক্ষুদ্ধ হয়ে মুশফিকুর রহিমকে নিয়ে অশোভন মন্তব্য করেন বিসিবির পরিচালক ও বরিশাল বুলসের কর্ণধার এমএ আওয়াল চৌধুরী। যা মেনে নিতে পারেননি মুশফিক। প্রতিবাদ করেন গণমাধ্যমে। মৌখিক বিচার দেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের কাছে।

মুশফিকের অভিযোগে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বরিশাল বুলসকে শোকজ করে বিপিএল কর্তৃপক্ষ। শোকজের উত্তরে মুশফিকুর রহিম এবং বিসিবির কাছে দুঃখ প্রকাশ করেন এমএ আওয়াল চৌধুরী। জাতীয় দলের ক্রিকেটারকে নিয়ে আপত্তিকর ও অশোভন মন্তব্য করার পর দুঃখ প্রকাশ করে পার পেয়ে যাচ্ছেন বিসিবির এই পরিচালক।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছেন, ‘অনাকাঙ্খিত বিষয়টি নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি এবং মুশফিকের সঙ্গেও বসে আলোচনা করেছি। বিষয়টি নিয়ে উনি (এম এ আওয়াল চৌধুরী) পুরোপুরি দুঃখিত। এটা একটা ভুল বোঝাবুঝি। মুশফিকও এটা স্পোর্টিংলি নিয়েছে। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেছে।’

তৃতীয় আসরের বিপিএলে সিলেট সুপার স্টার্সের মালিকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন তামিম ইকবাল। পরবর্তীতে তামিম ও সিলেট সুপারস্টার্সের চেয়ারম্যান আজিজুল ইসলামকে আর্থিক জরিমানা করা হয়। সেক্ষেত্রে বিসিবির পরিচালক এম এ আওয়াল চৌধুরী অল্পতেই পার পেয়ে গেলেন। ইসমাইল হায়দার মল্লিক ফ্র্যাঞ্চাইজি মালিকদের আরো সতর্ক এবং দায়িত্ব নিয়ে কথা বলতে বলেছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়