ঢাকা     মঙ্গলবার   ২৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৪ ১৪৩১

সমতা নিয়েই শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ২২ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমতা নিয়েই শেষ বাংলাদেশ-শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ এর সমতা নিয়ে শেষ হয়েছে। আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কিন্তু এই ম্যাচে কোনো ফল হয়নি। ফলে সমতাও ভাঙেনি।

শ্রীলঙ্কা ‘এ’ দল প্রথমে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪০ রান করে। ২৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩.৪ ওভারে বিনা উইকেটে ১২ রান তোলার পর বৃষ্টি এসে বাগড়া দেয়। বৃষ্টি উপেক্ষা করে আর খেলা শুরু করা যায়নি। তাতে ফলও হয়নি এই ম্যাচে।

এই ম্যাচে বল হাতে বাংলাদেশের সানজামুল ইসলাম ৭ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। ২টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। ১টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

 



ব্যাট হাতে শ্রীলঙ্কার সামারাউইকরামা সর্বোচ্চ ৭৫ রান করেন। ৫৩ রান করেন প্রিয়াঞ্জন। ৪৪টি রান আসে থিসারা পেরেরার ব্যাট থেকে। সিরিজ সেরাও হন শ্রীলঙ্কার থিসারা পেরেরা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাত্র ২ রানে জিতে নেয় বাংলাদেশ ‘এ’ দল। পরের ম্যাচে ৬৭ রানে হার মানে শ্রীলঙ্কার কাছে।



রাইজিংবিডি/ঢাকা/২২ জুলাই ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়