ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

অরেঞ্জ ক্যাপ জিতে গেইলের রেকর্ড ছুঁলেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৭ মে ২০২৪   আপডেট: ১২:০২, ২৭ মে ২০২৪
অরেঞ্জ ক্যাপ জিতে গেইলের রেকর্ড ছুঁলেন কোহলি

আইপিএলের ইতিহাসে এর আগে মাত্র দুইজন ব্যাটসম্যান একাধিকবার সর্বোচ্চ রান সংগ্রাহক তথা অরেঞ্জ ক্যাপ জিতেছিলেন। তার মধ্যে ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ তিনবার (২০১৫, ২০১৭ ও ২০১৯) ও ক্রিস গেইল দুইবার (২০১১ ও ২০১২) জিতেছিলেন এই পুরস্কার। ২০২৪ আসরে সর্বোচ্চ ৭৪১ রান করে সেই এলিট ক্লাবে নিজের নাম লেখালেন বিরাট কোহলি। শুধু তাই নয়, একমাত্র ভারতীয় হিসেবে একাধিকবার জিতলেন অরেঞ্জ ক্যাপ।

৩৫ বছর বয়সী কোহলি এবার ব্যাট হাতে ছিলেন দারুণ ধারাবাহিক। এক সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে ১৫ ইনিংসে সর্বোচ্চ ৭৪১ রান করেন। তার ব্যাটিংটাও ছিল বেশ আগ্রাসী। সেটা স্ট্রাইক রেট দেখলেই বোঝা যায়— ১৫৪.৬৯।

তার পারফরম্যান্সে ভর করেই প্লে’অফে ওঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও রাজস্থানের কাছে হেরে বিদায় নিতে হয় আগেই।

অবশ্য অরেঞ্জ ক্যাপের দৌড়ে তার ধারে-কাছে কেউ ছিল না। কোহলি ছাড়া কেউ ৬০০ রানও করতে পারেনি এবার। রুতুরাজ গায়কোয়াড় করেন দ্বিতীয় সর্বোচ্চ ৫৮৩ রান। কোহলির চেয়ে ১৫৮ রান কম। তরুণ ব্যাটসম্যান রিয়ান পরাগ করেন ৫৭৩ রান। ট্র্যাভিস হেড করেন চতুর্থ সর্বোচ্চ ৫৬৭ রান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়