ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৭ মে ২০২৪  
আইপিএলে কে কোন পুরস্কার জিতলেন

কলকাতা নাইট রাইডার্সের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো আইপিএল-২০২৪ এর। রোববার রাতে চেন্নাইতে অনুষ্ঠিত ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতে নেয় কেকেআর। অন্যদিকে তৃতীয়বার ফাইনালে উঠে দ্বিতীয়বার শিরোপা হাতছাড়া হয় হায়দরাবাদের। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইপিএলের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলো।

চ্যাম্পিয়ন (২০ কোটি রূপি): কলকাতা নাইট রাইডার্স,
রানার্স-আপ (১২.৫ কোটি রূপি): সানরাইজার্স হায়দরাবাদ,
সবচেয়ে মূল্যবান খেলোয়াড়-এমভিপি (১০ লাখ রূপি): সুনীল নারিন,
সেরা আলটিমেট ফ্যান্টাসি প্লেয়ার (১০ লাখ রূপি): সুনীল নারিন,
অরেঞ্জ ক্যাপ (১০ লাখ রূপি): বিরাট কোহলি (৭৪১ রান),
পার্পল ক্যাপ (১০ লাখ রূপি): হার্শাল প্যাটেল (২৪ উইকেট),
সেরা উদীয়মান খেলোয়াড় (১০ লাখ রূপি): নিতিশ রেড্ডি,
সবচেয়ে বেশি ছক্কা (১০ লাখ রূপি): অভিষেক শর্মা (৪২টি),
সবচেয়ে বেশি চার (১০ লাখ রূপি): ট্র্যাভিস হেড (৬৪টি),
সেরা স্ট্রাইক রেট (১০ লাখ রূপি): জ্যাক ফ্রাসার- ম্যাকগার্ক (২৩৪.০৪),
সেরা ক্যাচ (১০ লাখ রূপি): রামনদীপ সিং,
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড (১০ লাখ রূপি): সানরাইজার্স হায়দরাবাদ,
পিচ ও গ্রাউন্ড অ্যাওয়ার্ড (৫০ লাখ রূপি): রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়