ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইপিএলে ইতিহাস গড়লেন নারিন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৭ মে ২০২৪   আপডেট: ১৩:১১, ২৭ মে ২০২৪
আইপিএলে ইতিহাস গড়লেন নারিন

আইপিএলে নতুন এক ইতিহাস গড়েছেন সুনীল নারিন। ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৭ বছরের ইতিহাসে এই কীর্তি গড়তে পারেননি আর কেউ।

২০২৪ আসরে নারিন ব্যাট হাতে ৪৮৮ রান ও বল হাতে ১৭ উইকেট নিয়ে হয়েছেন টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় (মোস্ট ভ্যালুয়াবল প্লেয়ার- এমভিপি)। এ নিয়ে তৃতীয়বারের মতো সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়লেন তিনি। আইপিএলের ইতিহাসে নারিন ছাড়া আর কেউ এই কীর্তি গড়তে পারেননি।

আরো পড়ুন:

২০১২ সালে আইপিএলে অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিয়ান এই তারকার। অভিষেক মৌসুমে বল হাতে ২৪ উইকেট নিয়ে এমভিপি হন। এরপর ২০১৮ সালে ব্যাট হাতে ৩৫৭ ও বল হাতে ১৭ উইকেট নিয়ে আরও একবার হন এমভিপি।

এবার বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলের তৃতীয় শিরোপা জেতান তিনি। নিজে জিতেন তৃতীয়বারের মতো টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়