ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে জয়ে চোখ এনরিকের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৭, ১৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডের বিপক্ষে জয়ে চোখ এনরিকের

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনার প্রাক্তন কোচ লুইস এনরিকের অধীনে সম্প্রতি সময়টা দারুণ কাটাচ্ছে স্পেন জাতীয় দল। রাশিয়া বিশ্বকাপের পর তার অধীনে মোট তিনটি ম্যাচেই জয় পেয়েছে স্পেন। উয়েফা নেশনস লিগে এবার ইংল্যান্ডের বিপক্ষেও জয় ছাড়া ভিন্ন কিছু ভাবনায় নেই লা রোজা কোচের।

উয়েফা নেশনস লিগের প্রথম লেগে ঘরের মাঠে শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল স্পেন। আজ ফিরতি লিগে ওয়েম্বলিতে খেলতে যাবে দলটি। থ্রি লায়ান্সদের বিপক্ষে আজ জয় নিয়ে ফেরার প্রত্যাশা এনরিকের।

ক্লাব ফুটবলের বিরতিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সবশেষ গ্যারেথ বেলের ওয়েলসের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছিল এনরিকের স্পেন। এর আগে উয়েফা নেশনস লিগের ম্যাচে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। আজ মর্যাদার ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের চ্যালেঞ্জ জানানোর অপেক্ষায় রয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিক বলেন, ‘আমরা শুধু জয়ের কথাই ভাবছি। আমাদেরকে তাদের চেয়ে ভালো করতে হবে। তরুণ খেলোয়াড়দের নিয়ে গড়া ইংল্যান্ড দলটি দারুণ কিছু করতে সক্ষম। জাতীয় দলের সঙ্গে খেলোয়াড় হিসেবে আমি লম্বা একটা সময় ধরে ছিলাম। সমর্থকরা আমাদের পাশে থাকায় আমাদের প্রত্যাশাটাও বেশি।’

বাংলাদেশ সময় আজ রাত ১২ টা ৪৫ মিনিটে উয়েফা নেশনস লিগের ম্যাচে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি দল ইংল্যান্ড ও স্পেন। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন টু।




রাইজিংবিডি/ঢাকা/১৫ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ