ঢাকা     সোমবার   ২০ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না জহুরুল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৪ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না জহুরুল

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন জহুরুল ইসলাম অমি। তারকাখচিত আবাহনীর ব্যাটিং বলতে গেলে একাই টানছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান। এই মুহূর্তে জাতীয় দলে নিজের জায়গা না দেখলেও দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন বলে জানালেন তিনি।

মিরপুরে বৃহস্পতিবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১২৭ বলে অপরাজিত ৯১ রানের দারুণ এক ইনিংস খেলে আবাহনীকে জিতিয়েছেন জহুরুল। নয় ম্যাচে আবাহনীর আট জয়ের চারটিরই নায়ক তিনি। চোটের কারণে একটি ম্যাচ খেলতে পারেননি। আট ম্যাচে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে ৮৭ গড়ে সর্বোচ্চ ৫২২ রান করেছেন ৩২ বছর বয়সি ডানহাতি এই ব্যাটসম্যান।

ক্যারিয়ারের সেরা সময়টা কি এখনই পার করছেন জহুরুল? তিনি নিজে অবশ্য তা বলতে পারছেন না, ‘এটা আসলে বলা যাবে না সেরা সময়। অনেক দিন ক্রিকেট খেলছি, আমার ওপর ক্লাবেরও একটা আশা আছে। অভিজ্ঞ ক্রিকেটার, অভিজ্ঞ প্লেয়াররাই আসলে ম্যাচ উইনার হয়। এতদিন ক্রিকেট খেলছি। স্বাভাবিক মনে হয়, যদি ফর্মে থাকি তাহলে আমাকেই রান করতে হবে। একটা টুর্নামেন্টে সবাই রান করে না, যারা রানে থাকে তাদেরই দায়িত্ব নিতে হয়। কিছু প্লেয়ারের খারাপ সময় যায়ই একটা টুর্নামেন্টে। আমরা যারা রানে আছি তারা যদি রান করি, তাহলে ওদেরও ফিরতে সুবিধা হবে।’

জহুরুলের দুর্ভাগ্যই বলতে হবে। মাঠের ক্রিকেটে সময়টা যখনই ভালো যায়, তখনই হানা দেয় চোট। বিসিএলে দারুণ খেলার পর বিপিএলের আগে যেমন কবজি ভেঙেছিল তার, ‘আসলে যখন খুব ভালো সময় যায়, তখনই আমি বেশিরভাগ সময় ইনজুরিতে থাকি। এবারের বিপিএলের সময় কবজি ভাঙা ছিল। বিসিএল খুব ভালো যাচ্ছিল। বিপিএলের নয়দিন আগে আমার কবজি ভাঙে। তারপর ভুল চিকিৎসার কারণে আমি চার ম্যাচ খেলি। পরে আবার দেখা যায় যে হাতে ফাটল ছিল। পরে আমি প্লাস্টার করি। লিগের নয়দিন আগে প্লাস্টার খুলি।’

‘আমি আসলে এত কিছু চিন্তা করিনি এবার লিগে ভালো পারফর্ম করব। আমি আসলে বেসিকটা নিয়ে ব্যস্ত ছিলাম। টেম্পারমেন্ট হারানো যাবে না। আমার সীমিত শট আছে হাতে। কারণ আমার হাতের অবস্থা ভালো ছিল না। ধীরে ধীরে আমার শটগুলো এসেছে। তারপর হাতের অবস্থা ভালো হয়েছে।’

বাংলাদেশের হয়ে ৭টি টেস্ট, ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন জহুরুল। ২০১৩ সালের পর আর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। তবে দলে ফেরার আশা ছাড়ছেন না। বর্তমানে যারা জাতীয় দলে খেলছেন তারা ইংল্যান্ড বিশ্বকাপে ভালো করবেন বলেও তিনি আশাবাদী।

‘জাতীয় দলে খেলার স্বপ্ন যতদিন ক্রিকেট খেলব ততদিনই দেখব। আর আমার জায়গায়, টপ অর্ডারে যারা খেলছে বাংলাদেশের হয়ে, আমার মনে হয় ওরাই এই মুহূর্তে বাংলাদেশের সেরা প্লেয়ার। কারণ স্কিলের দিক থেকে ওরা অনেক ভালো প্লেয়ার, ভালো করছে। ওরা আমার মনে হয় ইংল্যান্ডের কন্ডিশন, এত বড় টুর্নামেন্ট। সব মিলিয়ে দল নির্বাচন করছে। আমি আশা করব ওরা যেন জায়গামতো পারফর্ম করে ও বাংলাদেশকে ম্যাচ জেতায়।’




রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়