ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তাইজুলকে ঘিরে বড় আশা ভেট্টরির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
তাইজুলকে ঘিরে বড় আশা ভেট্টরির

বাংলাদেশের ক্রিকেট ঐতিহ্যের সাথে বাঁহাতি স্পিন ওতপ্রোতভাবে জড়িত। মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান স্পিন শিল্প দিয়ে বাংলাদেশ ক্রিকেটের পতাকা উড়িয়েছেন বিশ্বমঞ্চে। তবে তাদের পর তেমন বাঁহাতি স্পিনার পায়নি বাংলাদেশ। বর্তমানে আশার আলো হয়ে আছেন তাইজুল ইসলাম। যদিও কেবল লাল বলের ক্রিকেটের জন্য বিবেচনায় থাকেন তিনি।

তবে সম্প্রতি তাইজুল জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে ফেরার জন্য বর্তমান স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেট্টরি তাকে সহায়তা করছেন। তেমন আভাস পাওয়া যায় জাতীয় দলের স্পিন কোচ এই কিউইয়ের কণ্ঠেও। তাইজুলের বোলিংয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করছেন ভেট্টরি। তার বোলিংয়ে টপ স্পিন যোগ করতে পারলে বাকি যে কোনো ধরনের বোলিং অনেক সহজ হয়ে যাবে বলে মনে করেন এই সাবেক কিউই অধিনায়ক।

‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাতকারে ভেট্টরি জানান, উপমহাদেশের বাইরে স্পিনারদের জন্য বলার মতো তেমন কিছুই থাকে না। আর তাই স্পিনারদের নতুন অস্ত্র যোগ করা উচিত জানিয়ে টাইগারদের স্পিন কোচ বলেন, ‘ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় স্পিনারদের জন্য তেমন কিছুই থাকে না। এ জন্য বলে ড্রিফট করানো বা টপ স্পিন করতে পারা খুব গুরুত্বপূর্ণ।’

উপমহাদেশের সব সেরা স্পিনারদের ভান্ডারে টপ স্পিন শিল্প ছিল জানিয়ে ভেট্টরি আরও যোগ করেন, ‘উপমহাদেশের উইকেট স্পিন নির্ভর। কিন্তু এখানেও বলে ড্রিফট করতে পারা জরুরী। উপমহাদেশের সেরা স্পিনারদের মধ্যে কিন্তু সেটা ছিল। একইসঙ্গে তারা উইকেট থেকে প্রচুর স্পিন আদায় করে নিত। আমি মনে করি পার্শ্ব-স্পিনে নিজেদের দক্ষতা ও উইকেটের সহায়তায় এটা সম্ভব।’

এরপরই তাইজুলের প্রসঙ্গ টেনে আনেন এই সাবেক কিউই কিংবদন্তি, ‘আমি মনে করি পার্শ্ব-স্পিন এমন একটা জিনিস যেটা ধীরে ধীরে রপ্ত করতে হয়। আমি মনে করি, তাইজুলের জন্যও বিষয়টা একই। আমরা তাঁকে টপ স্পিন রপ্ত করার জন্য কথাবার্তা বলছি। যদি সে টপ স্পিন আয়ত্ত্ব করতে পারে, তাহলে বাকি অন্যান্য ধরনের বল করা তাঁর জন্য সহজ হয়ে যাবে। আমরা এখন তাঁর টপ স্পিন আয়ত্ত্ব করার জন্য কাজ করছি।’

বাংলাদেশে কাজ করার বিষয়ে ভেট্টরি বলেন, ‘আমি এই চাকরিটা মূলত নিয়েছি, কারণ আমি চাইছিলাম আলাদাভাবে স্পিনারদের নিয়ে কাজ করতে। আমি আগে কাজ করেছি পুরো একটি দল নিয়ে। প্রায়ই মনে হতো, স্পিনারদের হয়তো অবহেলা করছি। কিন্তু আমি তো তাদের নিয়েই কাজ করতে চাই। সেইসঙ্গে আমি এটাও ভেবেছি, বাংলাদেশে যেসব স্পিনার আছে তারা খুব ভালোমানের।’

বাংলাদেশের স্পিনারদের নিয়ে বড় আশা করছেন টাইগার স্পিন কোচ ভেট্টরি। নিজেই জানালেন সে কথা, ‘তাইজুল, নাঈমকে কিছুটা দেখেছি আমি। আসলেই এখানে দারুণ কয়েকজন স্পিনার দেখেছি। রাসেল ডোমিঙ্গো বিপ্লবের মতো রিস্ট স্পিনারদের উঠে আসার কথা বলছিলেন। তিনি এই স্পিনিং গ্রুপটা নিয়ে খুবই রোমাঞ্চিত। আসলে বাংলাদেশ দলে বাঁহাতি স্পিনারের বিশাল একটা ঐতিহ্য আছে। বিশেষ করে এখানকার স্পিনাররা খুব ভালো করে। তাই তাদের নিয়ে আমার অনেক বড় আশা। আমি মনে করি খুবই প্রতিভাবান একটা গ্রুপ। যখন ক্রিকেট মাঠে ফিরবে, তখনই কেবল আমরা তাদের উন্নতিটা দেখতে পাব।’


ঢাকা/কামরুল/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়