ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:৫২, ১২ সেপ্টেম্বর ২০২০
বাংলাদেশের শ্রীলঙ্কা সফর নিয়ে ধোঁয়াশা

সপ্তাহের পর সপ্তাহ ধরে চলছে আলোচনা। আজ কথা একটু আগায় তো কাল পিছায়। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের আলোচনা চলছে মাস তিনেক হলো। এ সময়ে অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত হয়নি কিছু-ই।

নতুন করে সফরে দেখা দিয়েছে ধোঁয়াশা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন শনিবার জানান, বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও স্বাগতিক দেশ থেকে পায়নি বাংলাদেশ। এজন্য সিরিজ চূড়ান্ত করতে পারেনি দুই বোর্ড। প্রধান নির্বাহীর আশা চলতি সপ্তাহেই সিরিজের ভবিষ্যত চূড়ান্ত হবে।

মূলত কোয়ারেন্টাইন পিরিয়ড নিয়ে তৈরি হয়েছে জটিলতা। শ্রীলঙ্কা সরকার বলছে, করোনার কারণে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট সাত দিনের বেশি কোয়ারেন্টাইন চাচ্ছে না। বিসিবিও সাত দিনের বেশি কোয়ারেন্টাইনে আগ্রহী নয়। ১৪ দিনের কোয়ারেন্টাইন হলে এক সপ্তাহের অনুশীলন শেষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে রাজি নয় বিসিবি। সেজন্য সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে দেরি হচ্ছে।

নিজামউদ্দীন ‍চৌধুরীও বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা যে ডিটেইল ইনিফরমেশনগুলো চেয়েছিলাম, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে যে, তারা তাদের স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করছে। স্পেসিফিক কোয়ারেন্টাইন রিকোয়েরমেন্ট যেগুলো তারা চেষ্টা করছে বিষয়গুলো যত কমিয়ে নিয়ে আসা যায়।’

বিসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘প্রত্যেকটি দেশেই পরিবর্তিত পরিস্থিতি হচ্ছে বৈশ্বিক মহামারীর কারণে। শ্রীলঙ্কাতেও বিভিন্ন নিয়ম কানুন জারি হয়েছে। আমাদের দল যখন সফর করবে, সেই কথা চিন্তা করে তারা বিষয়টিকে কতটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে। এভাবেই আমাদের জানাচ্ছে।’

শ্রীলঙ্কার সিদ্ধান্তহীনতায় বিসিবির পরিকল্পনা আটকে আছে। দল নির্বাচন, সফরসূচি ‍চূড়ান্ত, অনুশীলনের সূচি সাজানো থেকে শুরু করে হসপিটালিটির পরিকল্পনা ব্যহত হচ্ছে। তবে বিসিবি কিছু কাজ এগিয়ে নিয়েছে বলে দাবি করলেন প্রধান নির্বাহী, ‘আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমাদের ট্রাভেল বুকিং, ঢাকায় আমাদের অনুশীলন পরিকল্পনা ঠিক করেছি। সেভাবেই আমাদের কার্যক্রম চলছে।’

বিসিবির শীর্ষ কর্মকর্তার আশা দুই-তিনদিনের মধ্যেই সফর চূড়ান্ত হবে। সিরিজ নিয়ে ধোঁয়াশা থাকলেও তার দাবি, কোয়ারেন্টাইনের কারণে মূল সিরিজে প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সম্পূর্ণ ভাবে চেষ্টা করছে। তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সরকারি অফিসিয়াল যে অর্ডারটার প্রয়োজন হয় সেটা তৈরি করছে। আশা করছি আগামী দুই তিনদিনের মধ্যে তাদের কাছ থেকে চুড়ান্ত বিষয়গুলো জানতে পারবো।’

তিন টেস্টের জন্য শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে। ১৮ সেপ্টেম্বর হবে করোনা টেস্ট। যারা নেগেটিভ হবেন, তারা সোনারগাঁও হোটেলে উঠবেন ২০ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর তৃতীয় করোনা টেস্ট হবে ক্যাম্পের ক্রিকেটারদের। ২৭ সেপ্টেম্বর বিমানে উঠার দুইদিন আগে আরেক দফা করোনা টেস্ট করা হবে।

ঢাকা/ইয়াসিন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়