ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বার্সেলোনা ছেড়ে আতলেতিকোতে সুয়ারেজ!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২১ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৯, ২১ সেপ্টেম্বর ২০২০
বার্সেলোনা ছেড়ে আতলেতিকোতে সুয়ারেজ!

বার্সেলোনার সঙ্গে চুক্তিতে ইতি টেনে লা লিগা প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন লুইস সুয়ারেজ। সোমবার ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো এমন খবর দিয়েছে তাদের প্রতিবেদনে।

বার্সেলোনায় ৩৩ বছর বয়সী সুয়ারেজের চুক্তির মেয়াদ আরও এক বছর ছিলো। রিপোর্টে আরও বলা হয়েছে, এদিন বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে সবাইকে বিদায় বলবেন উরুগুয়ান স্ট্রাইকার।

আরএসি ওয়ান এর বরাত দিয়ে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলেছে, ফ্রি এজেন্ট হিসেবে ন্যু ক্যাম্প ছাড়ছেন সুয়ারেজ। বার্সেলোনার কাছ থেকে বাকি সময়ের বেতন নেবেন না তিনি। অবশ্য কাতালান জায়ান্টরাও পাবে না ট্রান্সফার ফি।

সুয়ারেজকে সর্বশেষ বার্সেলোনার জার্সিতে দেখা গিয়েছিল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে। ম্যাচটি ৮-২ গোলে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় কাতালানরা।

তারপর থেকেই দলে নেই সুয়ারেজ। নতুন কোচ রোনাল্ড কোমান জানিয়ে দেন, তার ভবিষ্যৎ পরিকল্পনায় নেই লিভারপুলের সাবেক তারকা।

গত মৌসুমে লিওনেল মেসির পর বার্সার দ্বিতীয় শীর্ষ গোলদাতা ছিলেন সুয়ারেজ। ২০১৪ সালে লিভারপুল থেকে আসার পর কাতালানদের জার্সিতে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করেন তিনি।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়