RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

অবসর ঘোষণা করলেন রাকেটিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৫, ২২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ০৮:০৯, ২২ সেপ্টেম্বর ২০২০
অবসর ঘোষণা করলেন রাকেটিচ

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার ইভান রাকেটিচ। সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এই অবসর ঘোষণা করেন।

তার অবসরের বিষয়টি নিশ্চিত করে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন এক টুইট বার্তায় লিখেছে, ক্রোয়েশিয়ার হয়ে ১০৬ ম্যাচ খেলে, ১৫ গোল করে, ইভান রাকেটিচ জাতীয় দলকে বিদায় বলেছেন।’

ফেডারেশন জাতীয় দলকে দেওয়া তার সার্ভিসের জন্য ধন্যবাদ জানিয়েছে।

ক্রোয়েশিয়ার হয়ে ২০০৭ সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয়েছিল রাকেটিচের। তখন তার বয়স ছিল ১৯ বছর। ২০১৪ সালে তিনি যোগ দিয়েছিলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। সেখানে ৬ বছর খেলে চলতি বছর যোগ দিয়েছেন তার পুরনো ক্লাব সেভিয়ায়। সেখানে তিনি ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত খেলেছিলেন।

অবশ্য বার্সেলোনায় তিনি তার সেরা সময়টা কাটিয়েছেন। কাতালানদের হয়ে ১৩টি শিরোপা জিতেছেন। তার মধ্যে উয়েফা চ্যাম্পিয়নস লিগও রয়েছে।

২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেছিলেন ৩২ বছর বয়সী রাকেটিচ। যদিও শিরোপা জেতা হয়নি। রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ফ্রান্সের কাছে হেরেছিল ৪-২ ব্যবধানে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়