ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১১ অক্টোবর ২০২০   আপডেট: ০৯:২৪, ১১ অক্টোবর ২০২০
প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝে শুরু হচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপ

রঙিন পোশাক আর সাদা বল হাতে দৌড়াচ্ছেন তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে লিটন দাস। ক্রিকেটপ্রেমিদের কাছে এ যেন দীর্ঘদিনের আরাধ্য ক্যানভাস। তাদের অপেক্ষার পালা ফুরালো।

আজ-ই (রোববার) ৫০ ওভারের ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন এইচপি ইউনিটের একঝাঁক তরুণ ক্রিকেটাররা।

বিসিবি প্রেসিডেন্টস কাপের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফিরছেন ক্রিকেটাররা। ১১ মার্চের পর আবার মিরপুর শের-ই-বাংলায় কৃত্রিম আলোয় অনুষ্ঠিত হবে লিস্ট ‘এ’ ম্যাচ। মাহমুদুল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত’র একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। প্রতিযোগিতার আরেক দল তামিম ইকবাল একাদশ। টুর্নামেন্ট চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। দুপুর দেড়টায় ম্যাচ শুরু হবে। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

জাতীয় দলের কোচিং স্টাফদের টুর্নামেন্টে যুক্ত করা হয়েছে। প্রতিটি দলের তত্ত্বাবধানে থাকবেন একজন করে বিদেশি কোচ। তামিম একাদশের দায়িত্বে রয়েছেন ফিল্ডিং কোচ রায়ান কুক। মাহমুদউল্লাহ একাদশের দায়িত্বে ওটিস গিবসন। নাজমুল একাদশের দায়িত্বে এইচপি কোচ টবি রেডফোর্ড। আজ বাংলাদেশে পৌঁছে দুইদিন আইসোলেশনে থাকবেন রেডফোর্ড। করোনা পরীক্ষার পর তাকে মাঠে নামাবে বিসিবি। এর আগে দলটির দায়িত্বে থাকবেন জাফরুল এহসান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে মিরপুরের একপাশের গ্যালারিতে ঠিকই হই-হুল্লোড় হতো। হয়তো তাসকিনের জন্য চিৎকার করতে কোনো সমর্থক। সৌম্য বা লিটনের ছক্কায় হইচই হতো। কিন্তু করোনার কারণে সেসবের সুযোগ নেই। মাঠে দর্শক প্রবেশের অনুমতি নেই। তাইতো তামিম ইকবালের আহ্বান, ‘যদি দেশের পরিস্থিতি ভালো থাকতো অবশ্যই দর্শকরা উপভোগ করতেন। ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে খেলাটা দেখানো হবে। আশা করি বাসায় বসে সবাই খেলা উপভোগ করতে পারবেন। সবাই দেখবেন আশা করি।’
আটটি ক্যামেরায় ম্যাচগুলো ধারণ করে সম্প্রচার করা হবে। এছাড়া বাংলাদেশ বেতারে টুর্নামেন্টের খেলাগুলোর চলতি ধারাবিবরণী শোনা যাবে। অনলাইনে খেলা দেখা যাবে এই লিঙ্কে:
www.facebook.com/bcbtigercricket

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়