ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টি-টোয়েন্টিতে যে নিয়মের বদল চান কোহলি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ১৫ অক্টোবর ২০২০  
টি-টোয়েন্টিতে যে নিয়মের বদল চান কোহলি 

এলবিডাব্লিউ, রান আউট ও কট বিহাইন্ডের ক্ষেত্রে রিভিউ নেওয়া যায়। কিন্তু আরও ছোটখাটো বিষয়ে ভুল সিদ্ধান্ত পাল্টে দিতে পারে ম্যাচের চিত্র, সেটা হতে পারে ওয়াইড কিংবা ফুল টসে হওয়া নো বলের ক্ষেত্রে। তাই ওয়াইড ও নো বলেও রিভিউ চান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। 

টি-টোয়েন্টি ক্রিকেটে কোন নিয়মে বদল দেখতে চান? একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয়োজনে ইনস্টাগ্রাম লাইভে আরেক ক্রিকেটার লোকেশ রাহুলের এই প্রশ্নে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের জবাব, ‘আমি একজন অধিনায়ক হিসেবে এখানে কথা বলতে যাচ্ছি। অধিনায়ক হিসেবে আমি চাইবো ওয়াইড বলের রিভিউ নেওয়ার ক্ষমতা যেন আমার থাকে, কারণ দেওয়া-না দেওয়া নিয়ে আম্পায়ার ভুল করতে পারে। কিংবা কোমর উচ্চতার ফুল টস বল নিয়েও আমি রিভিউ চাই, এটা নিয়েও তো ভুল সিদ্ধান্ত আসতে পারে।’

কোহলি তার যুক্তি তুলে ধরেছেন, ‘অতীতে আমরা দেখে এসেছি প্রতিযোগিতামূলক যে কোনও টি-টোয়েন্টি ক্রিকেটে এসব ছোটখাটো ভুল কত বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। যদি দল এক রানে ম্যাচ হেরে যায় এবং তখন প্রাপ্য ওয়াইড বা নো বলের জন্য রিভিউ নিতে না পারে, তাহলে সেটা ওই দলের জন্য বড় ধাক্কা হতে পারে।’

কোহলিকে সমর্থন দিয়ে রাহুল বলেন, ‘এই নিয়ম হলে খুব ভালো হবে। কোনও দলকে দুটি রিভিউ দেওয়া হোক এবং তারা সেটা যে কোনোভাবে কাজে লাগাতে পারে।’
কোহলির এই অভিমত প্রকাশের আগের দিন চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে ঘটে ওয়াইড নিয়ে বিতর্কিত ঘটনা। ১৯তম ওভারে চেন্নাইয়ের বোলার শার্দুল ঠাকুরের একটি ডেলিভারি ওয়াইডের সংকেত দিতে গিয়েও মহেন্দ্র সিং ধোনির চিৎকারে অর্ধপ্রসারিত হাত নামিয়ে ফেলেন আম্পায়ার পল রাইফেল। চেন্নাই অধিনায়ক ও আম্পায়ারের এই ঘটনা নিয়ে তুমুল বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়।
 

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়