ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গার্দিওলা ক্রিকেট বোঝেন না, বোঝাবেন কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ১৬ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:২২, ১৬ অক্টোবর ২০২০
গার্দিওলা ক্রিকেট বোঝেন না, বোঝাবেন কোহলি

গার্দিওলার সঙ্গে কোহলির আলাপ জমেছিল ইনস্টাগ্রামে

ব্যবসাপাতি কিছুটা হলেও বোঝেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। ফুটবল নিয়ে যদি কথা ওঠে, তাহলে মাস্টার ট্যাকটিশিয়ান হিসেবেও তার নাম থাকবে সামনের দিকে। ফুটবল নখদর্পণে থাকলেও বর্তমান ক্রীড়াজগতের আরেক জনপ্রিয় খেলা ক্রিকেট সম্পর্কে তিনি একটুও বোধগম্য নন। এক ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের আয়োজিত সোশ্যাল মিডিয়া লাইভ সেশনে নিজের এই দুর্বলতা বিরাট কোহলিকে জানিয়েছেন গার্দিওলা। তাকে আশাহত করেননি ভারতের ক্রিকেট অধিনায়ক। তাকে ক্রিকেট বোঝাবেন বলে কথা দিয়েছেন কোহলি।

বুধবার পুমা ইন্ডিয়ার আয়োজনে ইনস্টাগ্রাম লাইভ সেশনে গার্দিওলার সঙ্গে কথা হয় কোহলির। সেখানে তাদের মধ্যে ক্রিকেট নিয়ে জমে ওঠে আলাপচারিতা। বার্সেলোনার সঙ্গে দুটি চ্যাম্পিয়নস লিগ জেতা স্প্যানিশ কোচ বলেছেন, ‘ক্রিকেটের নিয়ম-কানুন খুব কঠিন, হয়তো কোনোদিন তুমি এটা আমাকে বোঝাবে। আমি কাতালুনিয়া থেকে এসেছি, ওখানে খুব কম মানুষ ক্রিকেট বোঝে। আমি শুনেছি, তোমরা টানা তিনদিন খেলো এবং তারপরও ম্যাচ ড্র হয়। আমি এসব একদমই বুঝি না।’

গার্দিওলার মুখে এমন কথা শুনে খুব একটা অবাক হননি কোহলি। করোনা মহামারির পর দেখা হলে ম্যানসিটির কোচকে ক্রিকেট বুঝতে সাহায্য করবেন বলেছেন ভারতের এই ব্যাটিং সেনসেশন, “হ্যাঁ, এটা সত্যি। ফুটবলে নিয়ম-কানুন বোঝা অনেক সহজ এবং এজন্য এই খেলা অনেক জনপ্রিয়। যারা ক্রিকেট সম্পর্কে জানে না তারা জিজ্ঞাসা করে, ‘আপনারা টানা পাঁচ দিন খেলেন, তারপরও জেতেন না? কী অদ্ভুত!’ কিন্তু আপনি চিন্তা করবেন না, আমাদের দেখা হলে আমি নিশ্চিত কিছু নিয়ম আপনাকে বোঝাবো।”

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার পর দুটি প্রিমিয়ার লিগ জয়ী গার্দিওলা ভারতে আসার ইচ্ছাও প্রকাশ করেন। তিনি বলেছেন, ‘আমি কখনও ভারতে যাইনি। এই মহামারি শেষ হলে হয়তো আমি সেখানে যাবো। আর হ্যাঁ, যদি আমাদের দেখা হয় তাহলে তুমি ক্রিকেটের নিয়মগুলো আমাকে বুঝিয়ে দিও। হে ঈশ্বর, এটা কতটা জটিল একটা খেলা। পরে এক সময় আমরা একসঙ্গে ফুটবল আর ক্রিকেট দেখবো। আমি তোমার খেলাটা বুঝতে চাই।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়