RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

নারী রেফারিকে স্পর্শ, আগুয়েরোর পাশে গার্দিওলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ১৮ অক্টোবর ২০২০  
নারী রেফারিকে স্পর্শ, আগুয়েরোর পাশে গার্দিওলা

ম্যানচেস্টার সিটির হয়ে মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমে এক স্পর্শকাতর বিতর্কে জড়ালেন সার্জিও আগুয়েরো। তবে কোচ পেপ গার্দিওলাকে পাশে পেয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। ম্যাচটির প্রথমার্ধের কিছুক্ষণ আগে নারী অ্যাসিস্ট্যান্ট রেফারি সিয়ান মাসে-এলিসের স্পর্শ করায় সমালোচিত হয়েছেন আগুয়েরো।

মাসে-এলিস আর্সেনালের পক্ষে থ্রো-ইনের সঙ্কেত দিলে তা ম্যানসিটির প্রাপ্য ছিল বলে দাবি করেন আগুয়েরো। সহকারী ওই রেফারির সঙ্গে তর্কও করতে দেখা যায় আর্জেন্টাইন স্ট্রাইকারকে। এরপর তার কাঁধে হাত রাখেন এবং পিঠও স্পর্শ করেন আগুয়েরো। মাসে-এলিস এক ঝটকায় তার হাত সরিয়ে দেন।

এই ঘটনায় বিতর্কের ঝড় উঠেছে। অনেকে মনে করছেন, অযাচিতভাবে মারে-এলিসকে স্পর্শ করেছেন আগুয়েরো। তার শাস্তির দাবিও জানিয়েছেন কেউ কেউ। কিন্তু এই দুঃসময়ে গার্দিওলা পাশে দাঁড়িয়েছেন।

মনোযোগটা অন্য কোথাও দিতে অনুরোধ করেছেন গার্দিওলা, ‘আরে থামুন। সার্জিও আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর একজন ব্যক্তি। অন্য কোনও কিছুর সমস্যার খুঁজে বের করুন, এটা নিয়ে নয়।’

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়