ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাঠে ফেরার আগে মাশরাফির চোট

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ২১ অক্টোবর ২০২০   আপডেট: ২১:৫৫, ২১ অক্টোবর ২০২০
মাঠে ফেরার আগে মাশরাফির চোট

হ্যামস্ট্রিং চোটে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। ব্যক্তিগত ফিটনেস ট্রেনিংয়ের সময় চোট পান জাতীয় দলের সাবেক অধিনায়ক। জানা গেছে, মিরপুরের সিটি ক্লাব মাঠে তিন থেকে চারদিন আগে রানিংয়ের সময় পায়ে মাশরাফি আঘাত পান। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকের পরামর্শে আপাতত বিশ্রামে আছেন মাশরাফি। শিগগিরিই স্ক্যান করাবেন। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন ডানহাতি পেসার। 

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মাশরাফির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। হ্যামস্ট্রিং চোট পেয়েছে। আপাতত বিশ্রামে আছে। আমাদের একজন ফিজিও তাকে দেখে এসেছে। স্ক্যান করাতে হবে। রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। চতুর্থ দিনে একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু আঘাত পেয়েছে।’ 

করোনায় লকডাউনের আগে গত মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে খেলে যাবেন তিনি। ৫০ ওভারের ঘরোয়া সংস্করণ ঢাকা লিগও খেলার কথা ছিল তার। কিন্তু করোনার কারণে মাঠে ফেরা হয়নি। 

গত জুলাই থেকে মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছেন ক্রিকেটাররা। সেখানে ছিলেন না রঙিন পোশাকে বাংলাদেশের দিন বদলের নেতা। প্রাণঘাতী করোনায় ভুগেছেন লম্বা সময়। প্রায় দেড় মাস লড়াইয়ের পর সেরে ওঠেন তিনি।  

নভেম্বরে পাঁচ দলের টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার কথা মাশরাফির। এজন্য ব্যক্তিগত ট্রেনিং শুরু করেছেন। কিন্তু মাঠে ফেরার আগে চোটে পড়লেন। সন্ধ্যায় রাইজিংবিডিকে মাশরাফি বলেন, ‘মাঠে ফেরার জন্য ট্রেনিং শুরু করেছিলাম। রানিংয়ের সময় চোটটা পেয়েছি। স্ক্যান করাবো দুই-একদিনের ভেতরেই। তারপর আমার শুরু হবে ট্রেনিং।’ 

প্রায় দুই দশক ধরে ক্রিকেট মাঠে মাশরাফি। সাতবারের বেশি ইনজুরিতে পড়েছেন। দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। দীর্ঘ বিরতি দিয়ে মাঠে ফেরার প্রক্রিয়া সবই তার নখদর্পনে। দুই সপ্তাহ ফিটনেস ট্রেনিংয়ের পর এক সপ্তাহ টানা বোলিং করলে মাঠে ফেরার জন্য প্রস্তুত হতে পারবেন বলেই মনে করছেন নড়াইল এক্সপ্রেস। ফেরার জন্য মাসখানেক সময় পাচ্ছেন বলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ফিরতে আত্মবিশ্বাসী মাশরাফি।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়