ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিশাদের মাঝে সম্ভাবনা দেখছেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২৩ অক্টোবর ২০২০  
রিশাদের মাঝে সম্ভাবনা দেখছেন ডমিঙ্গো

রিশাদ হোসেন ক্যারিয়ারের তৃতীয় প্রথম শ্রেণির ম্যাচেই পেয়েছিলেন ৫ উইকেট। লেগস্পিনার সংকটের মধ্যে তার এই পারফরম্যান্স নির্বাচকদের মনে দারুণ আশা জাগায়। রাজশাহীর বিপক্ষে রংপুরের এই স্পিনারের দারুণ কীর্তির পর তাকে জাতীয় দলের ক্যাম্পেও ডাকা হয়। এই ১৮ বছর বয়সী লেগস্পিনারের মাঝে সম্ভাবনা খুঁজে পেয়েছেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো।

প্রথম শ্রেণি ও টি-টোয়েন্টি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা থাকলেও কখনও ওয়ানডে খেলা হয়নি রিশাদের। এবারের বিসিবি প্রেসিডেন্টস কাপের সৌজন্যে সেই অভিজ্ঞতাও হলো। যেখানে নাজমুল হোসেন শান্ত একাদশের হয়ে চার ম্যাচে চারটি উইকেট নিয়েছেন এই লেগস্পিনার। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশের দুটি করে উইকেট শিকার করেছেন রিশাদ। 

রিশাদের পারফরম্যান্স মুগ্ধ করেছে ডমিঙ্গোকে। তবে তাকে সঠিক পরিচর্যা করতে হবে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকান কোচ, ‘শ্রীলঙ্কায় ‘এ’ দলের সফরে সে ছিল দুর্দান্ত। কিন্তু তাকে নিয়ে ধৈয্য ধরতে হবে। লেগস্পিন খুব কঠিন শিল্প। এক বা দুই বছরে এটা আয়ত্ত করা সম্ভব না।’

এই লেগস্পিনারের আত্মবিশ্বাস ধরে রাখার উপায় বলে দিলেন ডমিঙ্গো, ‘সঠিক দলগুলোর বিপক্ষে তাকে দলে নিতে হবে। সঠিক কন্ডিশন দেখে তাকে রাখতে হবে দলে। আগেভাগে তরুণ লেগস্পিনারকে নিলে হয়তো দেখা গেলো, একজন ভালো ব্যাটসম্যানের কাছে অনেক মার খেলো। তাতে তার আত্মবিশ্বাস অনেক কমে যাবে। আমি মনে করি তার ক্যারিয়ারের ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ।’

রিশাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার সম্ভাবনা দেখছেন এই কোচ, ‘সে এখনও তরুণ, তাকে ধৈর্যশীল হতে হবে। কিন্তু সে প্রমাণ করেছে যে, তার মধ্যে অনেক সম্ভাবনা আছে। এখনও দুই একটি বিষয় নিয়ে কাজ করতে হবে, কিন্তু সে একজন আন্তর্জাতিক ক্রিকেটার হতে পারে।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়