ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অধিনায়ক হিসেবে কোহলির জায়গায় রোহিতকে চান গম্ভীর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ১১ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:৩৬, ১১ নভেম্বর ২০২০
অধিনায়ক হিসেবে কোহলির জায়গায় রোহিতকে চান গম্ভীর

সদ্য শেষ হওয়া আইপিএলের প্লে অফের এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হেরে যাওয়ার পর দলটির অধিনায়ক বিরাট কোহলির সমালোচনা করেছেন গৌতম গম্ভীর। বলেছেন বেঙ্গালুরুর নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেওয়ার কথা। এবার ভারতীয় জাতীয় দলের নেতৃত্বেও পরিবর্তন চাইছেন গম্ভীর। বলেছেন, কোহলিকে নয় বরং শিরোপার সাফল্য পাওয়া রোহিত শর্মাকেই দেওয়া হোক রঙিণ পোশাকে জাতীয় দলের দায়িত্ব।

আইপিএলে রোহিতের সাফল্য ও কোহলির সাফল্য খরা দেখেই সাবেক এই ওপেনার এমন দাবি তুলেছেন। এবারের আইপিএল নিয়ে সর্বশেষ আট মৌসুমে রোহিতের নেতৃত্বে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অপরদিকে এই ৮ মৌসুম ধরে আইপিএলে ব্যর্থ কোহলি।

এছাড়াও জাতীয় দলে কোহলির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতকে ২০১৮ সালে নিদাহাস ট্রফি, ওই বছরই এশিয়া কাপে শিরোপা এনে দিয়েছেন রোহিত। জাতীয় দলেও অধিনায়ক হিসেবে মহাদেশীয় বা বৈশ্বিক কোনো শিরোপা পাননি অধিনায়ক কোহলি।

আইপিএলের ফাইনাল শেষে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একটি শোতে গম্ভীর এসব যুক্তি সামনে এনে কোহলির জায়গায় রোহিতকে জাতীয় দলের নেতৃত্বে দেখতে চাইছেন বলে জানান।

গম্ভীর মনে করেন রোহিত জাতীয় দলের দায়িত্ব না পাওয়া ভারতীয় দলের জন্যই ক্ষতি, ‘রোহিত শর্মা যদি ভারতের অধিনায়ক না হয়, এটা তাদের ক্ষতি, রোহিতের নয়। হ্যাঁ, একজন অধিনায়ক অবশ্যই ততটা ভালো, যতটা ভালো তার দল। আমি পুরোপুরি একমত। কিন্তু বিচারের মাপকাঠি ও মানদণ্ড কি যে, কে ভালো অধিনায়ক, কে নয়? মাপকাঠি ও মানদণ্ড একই হওয়া উচিত। রোহিত তার দলকে পাঁচটি আইপিএল শিরোপা এনে দিয়েছে।’

গম্ভীর আরও যোগ করেন, ‘আমরা সবসময় বলি যে, ধোনি ভারতের সফলতম অধিনায়ক, কেন? কারণ তিনি দুটি বিশ্বকাপ ও তিনটি আইপিএল জিতেছেন। রোহিত পাঁচটি আইপিএল ট্রফি জিতেছেন, টুর্নামেন্টের ইতিহাসে সফলতম অধিনায়ক। সামনে যদি সে ভারতের সাদা বলের অধিনায়ক না হয় বা স্রেফ টি-টোয়েন্টি অধিনায়ক, তাহলে তা হবে খুবই হতাশার।’

‘রোহিত যা করেছে, আর বেশি কিছু করার নেই। অধিনায়কত্ব করতে পারলেই কেবল সে দলকে শিরোপা জয়ে সাহায্য করতে পারে। সে যদি সাদা বলের ক্রিকেটে ভারতের নিয়মিত অধিনায়ক না হয়, তাহলে এটা তাদেরই ক্ষতি।’

তিনি আরও যোগ করেন, ‘এমন নয় যে বিরাট বাজে অধিনায়ক বলে আমি এমনটা বলছি। তবে সে রোহিতের মতো একই প্ল্যাটফর্ম পেয়েছে। সেখানে রোহিত তার দলকে সাদা বলের ক্রিকেটে শিরোপা দিলেও কোহলি সেটি পারেনি। কাজেই দুজনকে একই মানদণ্ডে মাপতে হবে। দুজনই একই পরিমাণ সময় আইপিএলে নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয়, রোহিত নেতা হিসেবে নিজেকে আলাদা করে মেলে ধরেছে।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়