ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

জেএফএ কাপ-২০২০: চূড়ান্তপর্বে ৮ দল, ফাইনাল ৫ ডিসেম্বর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৯ নভেম্বর ২০২০  
জেএফএ কাপ-২০২০: চূড়ান্তপর্বে ৮ দল, ফাইনাল ৫ ডিসেম্বর

জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২০ এর আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। সাত ভেন্যু থেকে মোট আটটি দল নিশ্চিত করেছে চূড়ান্তপর্ব। দলগুলো হলো- রংপুর জেলা, খাগড়াছড়ি জেলা, কিশোরগঞ্জ জেলা, গাইবান্ধা জেলা, রাজশাহী জেলা, সাতক্ষীরা জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মাগুরা জেল। তাদের নিয়ে রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ২৭ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে চূড়ান্তপর্বের লড়াই।

এবারের এই জেএফএ কাপের পাওয়ার স্পন্সর হিসেবে আছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে ষষ্ঠবারের মতো জেএফএ কাপের সঙ্গে যুক্ত হলো ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি।

আঞ্চলিক পর্ব পেরিয়ে আসা আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে চূড়ান্তপর্বের খেলা অনুষ্ঠিত হবে।চূড়ান্তপর্বের ‘ক’ গ্রুপে রয়েছে- রংপুর জেলা, খাগড়াছড়ি জেলা, কিশোরগঞ্জ জেলা ও গাইবান্ধা জেলা। আর ‘খ’ গ্রুপে রয়েছে- রাজশাহী জেলা, সাতক্ষীরা জেলা, নারায়ণগঞ্জ জেলা ও মাগুরা জেল। ২৭ নভেম্বর থেকে শুরু হবে চূড়ান্তপর্বের গ্রুপ পর্বের খেলা। গ্রুপ পর্বের খেলা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। ৩ ডিসেম্বর হবে দুটি সেমিফাইনাল। আর ৫ ডিসেম্বর হবে ফাইনাল।

চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলকে ট্রফি, মেডেল ও প্রাইজমানি প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্স-আপ দল ২৫ হাজার টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া ফেয়ার প্লে ট্রফি, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ট্রফি, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ট্রফি, সেরা উদীয়মান খেলোয়াড়কে ট্রফি, সেরা আঞ্চলিক ভেন্যুকে ক্রেস্ট প্রদান করা হবে।

এবার ৪৯টি দলের অংশগ্রহণে দেশের সাতটি ভেন্যুতে আঞ্চলিক পর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতটি ভেন্যুও মধ্যে ছিল- দিনাজপুর জেলা স্টেডিয়াম, নওগাঁ জেলা স্টেডিয়াম, লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম, মাদারীপুর জেলা স্টেডিয়াম, রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম-ময়মনসিংহ, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম-মাগুরা ও কুষ্টিয়া জেলা স্টেডিয়াম।

আঞ্চলিক পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি দলকে পার্টিসিপেশন মানি হিসেবে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ৭টি আঞ্চলিক ভেন্যুর প্রতিটিকে ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। অংশগ্রহণকারী প্রতিটি দলকে খেলার ম্যাচ বল প্রদান করা হয়। আঞ্চলিক ভেন্যুর ৭টি চ্যাম্পিয়ন দলকে ট্রফি প্রদান করা হয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়