Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৬ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২২ ১৪২৮ ||  ২৪ জিলহজ ১৪৪২

অস্ত্রোপচার লাগবে মুমিনুলের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৪৩, ৩০ নভেম্বর ২০২০
অস্ত্রোপচার লাগবে মুমিনুলের

হুট করে এলো দুঃসংবাদ। মুমিনুল হককে যেতে হচ্ছে ছুরি কাঁচির নিচে। ডান হাতের বুড়ো আঙুলে চিড় ধরা পড়ায় তাকে করাতে হবে অস্ত্রোপচার। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। 

তবে অস্ত্রোপচার দেশে নাকি বিদেশে করানো হবে, সেই ব্যাপারে কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিসিবি। গত শনিবার খুলনার বিপক্ষে জয়ের ম্যাচে ৭ বলে ৫ রানে অপরাজিত ছিলেন মুমিনুল। এর আগে খুলনার ইনিংসের ১৮তম ওভারে সীমানায় ফিল্ডিং করার সময় চোট পান পান তিনি। রোববার স্ক্যান করানোর পর চিড় ধরা পড়ে। এজন্য 'বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ স্পন্সরড বাই ওয়ালটন' থেকে ছিটকে যান গাজী গ্রুপ চট্টগ্রামের ব্যাটসম্যান। 

সোমবার দেবাশীষ চৌধুরী বলেন,‘মুমিনুলের অস্ত্রোপচার লাগবে। চিড় ধরা পড়া জায়গাটা বড় হয়েছে। বর্তমান পরিস্থিতিতে চাইলেও হুটহাট বিদেশে যাওয়া যাবে না। কোয়ারেন্টাইনের বিষয় আছে। ভিসার জটিলতা রয়েছে। আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ 

দেশে উন্নত সুযোগ-সুবিধা থাকায় নানা জটিলতা পেরিয়ে বর্তমান পরিস্থিতিতে বিদেশে পাঠানোর আগ্রহ নেই বিসিবির। তবে তড়িঘড়ি সিদ্ধান্ত নেবে না তারা। আবার দীর্ঘ সময় অপেক্ষাও করবে না। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগে মুমিনুলকে পুরোপুরি ফিট চায় বাংলাদেশ।

ঢাকা/ইয়াসিন/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়